Saturday, August 23, 2025

ফের শিরোনামে যোগী রাজ্য, বিষ মেশানো চকোলেট খেয়ে মৃত ৪ শিশু

Date:

রামপুরহাট অগ্নিকাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতি তোলপাড়, ঠিক তখনই উত্তরপ্রদেশের কুশীনগর জেলার কাশ্য অঞ্চলে বিষাক্ত চকোলেট খেয়ে মৃত্যু হল চারটি শিশুর। তাদের মধ্যে তিনজনই ভাই-বোন বলে জানা গিয়েছে। বুধবার সকালেই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন: The Kashmir Files:ব্যবসা কমল ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির, আক্ষেপ করলেন ছবির পরিচালক

যদিও শিশুমৃত্যুর এই ঘটনা নিয়ে এখনও কোনও প্রশ্নই ওঠেনি। এমনকি অভিযুক্ত কাউকেই আটক বা গ্রেফতারেরও কোনও খবর নেই। এখানেই বিজেপি সরকারের প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুদের নাম মঞ্জনা (৫), সুইটি (৩) ও সমর (২)। তারা তিনজন ভাই-বোন। চতুর্থ শিশুটির নাম অরুণ। তার বয়স পাঁচ বছর। তারা সবাই কাছাকাছি বাড়িতে থাকত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কেউ বিষ মেশানো চকোলেট ফেলে রেখে যায়। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। তাঁদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই মৃত শিশুদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই বিষ মেশানো চকোলেট ফেলে রেখে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয়দের অভিযোগ চারটি শিশু অসুস্থ হয়ে পড়লে অনেক হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে অ্যাম্বুলেন্স ডাকা হয়।কিন্তু যথাসময়ে অ্যাম্বুলেন্স ঠিক সময়ে না আসায় শিশুদের মৃত্যু হয় বলে তাঁদের অভিযোগ।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে মৃতদের পরিবারদের সাহায্যের কথা জানিয়েছেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version