Fire: হায়দরাবাদে বিধ্বংসী আগুন, মৃত ১১

বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা হায়দরাবাদের বইগুড়া এলাকায়। বুধবার ভোর চারটে নাগাদ বাতিল জিনিসপত্রের গুদামে আচমকাই আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে। কীভাবে আগুন লাগল সে সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

আরও পড়ুন:প্রয়াত শিক্ষাবিদ সুনন্দ সান্যাল

সংবাদ সংস্থা সূত্রের খবর, বাতিল সামগ্রীর ওই গোডাউনটিতে মোট ১২ জন শ্রমিক ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। তাঁদের মধ্যে ১১জনই অগ্নিদগ্ধে প্রাণ হারিয়েছেন। একজনকে কোনওরকমে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা টিম। শেষ পাওয়া খবরে এখনও আগুন নেভানোর কাজ চলছে। দমকলবাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আসল কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


ইতিমধ্যেই গুদামের পাশের বসতি এলাকার বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাও। মৃতের পরিবারগুলির জন্য পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

Previous articleWeather Forecast: গরমের দাপট থেকে রেহাই পেতে কি স্বস্তির বৃষ্টি?
Next articleবোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে দিল্লি, তালিবানের হুমকিতে সতর্কতা রাজধানীতে