বগটুইয়ের ঘটনা অতি ভয়াবহ। এত নৃশংস ঘটনা ঘটতে পারে ভাবা যায়নি বলে ঘটনাস্থলে গিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তারপরেই পুলিশকে কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, এই ঘটনা যেন আর কখনও না হয়। পুলিশের (Police) ডিজি মনোজ মালব্যকে (DG Manoj Malabya) সারা রাজ্যের সব কোণা থেকে বেআইনি অস্ত্র-বোমা উদ্ধারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতার (CM Mamata Banerjee) নির্দেশের পরেই এবার জেলার পুলিশ সুপারদের জরুরি ভিত্তিতে বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

নবান্ন সূত্রে খবর, সব জেলার পুলিশ সুপারদের কাছে এডিজি (ADG) (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম (Javed Shamim)। বলা হয়েছে, ১০দিনের মধ্যে এই অস্ত্র উদ্ধার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন এডিজি। সব জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আগামী 10 দিন নবান্নের অনুমতি ছাড়া নিজেদের এলাকার বাইরে যেতে পারবেন না। এই নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল হোসেন

অভিযান চালিয়ে জরুরি ভিত্তিতে প্রতিটি জেলায় সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিনের রিপোর্ট জানাতে পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন জাভেদ শামিম। এবিষয়ে নজরদারি করতে ডিআইজিদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ছোট অপরাধে অভিযুক্তদের সঙ্গে যুক্তদের থেকে অপরাধে জড়িত থাকব না এই মর্মে ‘বন্ড’ নিতে বলা হয়েছে। তাদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে গোয়ান্দা বিভাগকে।
