Primary teacher : শিক্ষক নিয়োগের প্রশ্নে ভুল, আদালতের নির্দেশে বাড়ল নম্বর

শিক্ষক নিয়োগের প্রশ্নে ভুল ছিল।  আদালতের নির্দেশে বাড়ল নম্বর। আর তার জেরে মেধা তালিকায় চলে এলেন ৭৩৮ জন।

২০১৪ সালের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল ছিল।  তারপরে এ নিয়ে আদালতে মামলা হয়। চাকরিপ্রার্থীদের মামলার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নম্বর বাড়ানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে ৭৩৮ জনের নম্বর বেড়েছে। আর তার পরেই প্রথম তালিকায় স্থান না পাওয়া  ওই ৭৩৮ জন নতুন মেধাতালিকায় স্থান পেলেন।  প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন আগামী দু-একদিনের মধ্যেই তাদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে।

Previous articleDelhi:কুকুরের ডাকে অতিষ্ঠ কিশোর,পোষ্যকে বাঁচাতে প্রাণ গেল বৃদ্ধের
Next articleSri Lanka: চালের দাম ৫০০ টাকা! মূল্যবৃদ্ধির আগুনে পুড়ছে শ্রীলঙ্কা