হাসপাতালে ভর্তি কলকাতা পুরসভার মেয়দ পারিষদ দেবাশিস কুমার। তাঁর বুকে সংক্রমণ হয়েছে। বুকে প্যাচ পাওয়া গিয়েছে। চিকিৎসকরা মনে করছেন সম্ভবত তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। আপাতত ৪৮ ঘণ্টা গভীর পর্যবেক্ষণে রাখা হবে রাসবিহারীর বিধায়ককে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ মার্চ দোলের সময় শান্তিনিকেতন গিয়েছিলেন দেবাশিস কুমার। সেখান থেকে ফিরেই সর্দি-কাশি-জ্বর শুরু হয় । কোভিড টেস্ট করানোর পরেও রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।