বগটুই গ্রামে(Bogtui village) যে অগ্নিকান্ডের(Fire Incident) ঘটনা ঘটেছে এবার তার প্রতিবাদে পথে নামলেন বিশিষ্টজনেরা। শুক্রবার বিকেল ৪টে নাগাদ নাগরিক সমাজের এক মিছিল বের হয়।মৌলালি(Moulali) থেকে মিছিল শুরু হয়, শেষ হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মিছিলে পা মেলান বিশিষ্ট পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়(Kamaleswar Mukhopadhyay), অনীক ধর(Aneek Dhar) সহ অন্যান্যরা। অম্বিকেশ মহাপাত্র(Ambikesh mahapatra), পবিত্র সরকারের মতো বিশিষ্টদেরও এদিন মিছিলের সামনের সারিতে দেখা যায়।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজে বগটুই গ্রামে গিয়ে সকলের সাথে কথা বলেন। পাশাপাশি কোনও রং না দেখে তদন্তের আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সাহায্যের অর্থ তুলে দেন এমনকি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেন। আজ শুক্রবার বগটুই-কাণ্ডে সিবিআইকে দ্রুত তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই-কোর্ট। আগামি ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় হাই-কোর্টের তরফ থেকে।