Saturday, November 15, 2025

Kalimpong: জিটিএ থেকে আলাদা হতে চায় কালিম্পং, আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিধায়কের

Date:

জিটিএ থেকে আলাদা হতে চায় কালিম্পং (Kalimpong)। আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banarjee) চিঠি লিখলেন কালিম্পংয়ের নির্দল বিধায়ক রুদেন লেপচা (Ruden Lepcha)। ২৭ মার্চ ৬ দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তার আগেই এই চিঠি দিলেন রুদেন। জিটিএ (GTA) নির্বাচন নিয়েও মুখ্যমন্ত্রীর এই সফরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আলাদা জেলা হিসেবে কয়েক বছর আগেই ঘোষিত হয়েছে কালিম্পং। এখন আর জিটিএ-এর সঙ্গে থাকার প্রয়োজন নেই। সেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হোক। গঠিত হোক জেলা পরিষদ। এই দাবি জানিয়েই চিঠি দিলেন পাহাড়ে অনিত থাপার হিসাবে পরিচিত রুদেন লেপচা। তাঁর মতে, কালিম্পং যখন মহকুমা থেকে আলাদা জেলা হয়েছে, তখন অন্যান্য জেলাগুলির মতই সুবিধা পাওয়া উচিৎ। রুদেনের দাবি, তাঁর মতকে সমর্থন জানিয়েছেই কালিম্পংয়ের মানুষ।

আরও পড়ুন:ছেঁড়া জিনস পরে ঢোকা যাবে না, এবার পোশাক বিতর্ক খাস কলকাতার কলেজে

রবিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে শিলিগুড়ির উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই যাবেন দার্জিলিং। পাঁচদিন সেখানেই থাকবেন মমতা। ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। ৩১ মার্চ ফের পাহাড় থেকে শিলিগুড়িতে নেমে আসবেন মুখ্যমন্ত্রী। পয়লা এপ্রিল কলকাতায় ফেরার কথা তাঁর।

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version