Wednesday, November 5, 2025

লম্বা সফরে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

Date:

Share post:

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee in North Bengal)। এবার সব মিলিয়ে প্রায় একসপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রায় পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee in North Bengal) যে কর্মসূচি জানা গিয়েছে, সেখানে আজ, রবিবার প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ এখানে উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যেখানে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন। সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দিতে পারেন তিনি।

আরও পড়ুন: ‘বকেয়া না মেটালে কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি হেমন্তর

তারপর রাতেই দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ এরপর টানা পাঁচদিন দার্জিলিংয়েই (Darjeeling) থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ে রিচমণ্ড হিলে ওঠার কথা মুখ্যমন্ত্রীর। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের একাধিক সুবিধা পাহাড়বাসীর হাতে তুলে দেবেন বলেও জানা যাচ্ছে। ৩১ তারিখ দার্জিলিং থেকে ফের শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল তাঁর কলকাতায় ফেরার কথা।

পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা বা সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে তাঁর৷

পুরসভায় পাহাড়ে অজয় এডওয়ার্ডস-এর হামরো পার্টির উত্থানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোট জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ যেখানে বিজেপি অনেকটাই চাপে। অসমর্থিত সূত্রের খবর, অজয় এডওয়ার্ডস-এর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর।


spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...