Thursday, August 28, 2025

চিন্তায় আছেন প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান (Imran Khan)। শেষমেশ গদি বাঁচাতে পারবেন তো? সেনার (Army)সমর্থন আগেই হারিয়েছেন ইমরান(Imran Khan)। এবার পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন যে নেতা মন্ত্রীরা, অনাস্থা প্রস্তাবের আগে তাঁদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই পাকিস্তানি সংবাদমাধ্যমগুলি(Pakistani media) দাবি করছে।

উল্লেখ্য, পাকিস্তানে এখন জোর চর্চা। যে কোনও মুহূর্তে প্রধানমন্ত্রী(PM)পদ হারাতে পারেন ইমরান খান(Imran Khan) ।পাকিস্তানের বর্তমান অবস্থার জন্য ইমরান খানকেই দায়ী করা হয়েছে। এই মুহূর্তে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের রাজনৈতিক অবস্থা বেশ টালমাটাল। সে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসলামাবাদে (Islamabad)ওআইসি সম্মেলনেই ইমরানের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা হবে। ইস্তফা দিতে হতে পারে পাক প্রধানমন্ত্রীকে! পদ বাঁচানোই একপ্রকার অসম্ভব বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু কেন এই পরিস্থিতি? ইমরানকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরানোর জন্য কি কোনও গোপন ষড়যন্ত্র চলছে?

ওয়াকিবহাল মহলের ধারণা ইমরান খানের গদি হারানো কেবল সময়ের অপেক্ষা। শুক্রবারের অধিবেশনে অনাস্থা আনার কথা থাকলেও তেহরিক-ই-ইনসাফের এক নেতার মৃত্যুর কারণে অধিবেশন স্থগিত করে দেন পাকিস্তান (Pakistan) সংসদের স্পিকার আসাদ কাইজার। ফলে সেদিন বেঁচে যান ইমরান!কিন্তু শেষ রক্ষা হবে কি? এটাই এখন বড় প্রশ্ন!

গদি বাঁচাতে পারবেন ইমরান খান (Imran Khan)?পাকিস্তানের রাজনীতির এই মুহূর্তের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়, সেনার সমর্থন হারিয়ে প্রবল চাপে ইমরান । অবস্থা এমন যে স্বামীর গদি বাঁচাতে এবার ‘কালা জাদু’র আশ্রয় নিচ্ছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি বলেও কানাঘুষো শোনা যাচ্ছে।মনে করা হচ্ছে নতুন সপ্তাহের শুরুতেই আস্থা ভোটের মুখে পড়তে চলেছেন পাক প্রধানমন্ত্রী। এর মধ্যেই নতুন খবর সামনে এল, পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে অনাস্থা প্রস্তাব আনার আগে খোঁজ মিলছে না তেহরিক-ই-ইনসাফের বেশ কিছু নেতা-মন্ত্রীর। কম পক্ষে ৫০ জন মন্ত্রীর দেখা মিলছে না বলে জানা গিয়েছে। বলা হচ্ছে, এই মন্ত্রীরাই ইমরানের বিরুদ্ধে ভোট দিতে চলেছেন। ফলে মন্ত্রীদের খোঁজ না মেলায় আঙুল উঠছে গদি বাঁচাতে মরিয়া ইমরানের দিকেই।

অন্যদিকে ইমরানের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছে পাক সেনা। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমরান খানকে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সেনা জেনারেল মেজর কামার জাভেদ বাজওয়া এবং প্রধান তিন লেফটেন্যান্ট জেনারেল। বেশ কিছুদিন ধরেই সে দেশের সেনাবাহিনীর চক্ষুশূল হয়েছেন ইমরান। তাই সব মিলিয়ে বেশ বিপাকে ইমরান। গদি কি আদৌ বাঁচানো যাবে? এখন জোর জল্পনা।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version