Friday, August 22, 2025

পুতিনকে ‘কসাই’ বলে আক্রমণ বাইডেনের! রুশ হামলা অব্যাহত ইউক্রেনে

Date:

৩২তম দিনেও ইউক্রেনে (Ukraine) রুশ হামলা অব্যাহত। ইউক্রেনের বেশ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার পোল্যান্ডের (Poland) ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। পুতিনকে (Vladimir Putin) ‘কসাই’ বলেও আক্রমণ করেন বাইডেন।

এদিকে, খারকিভে (kharkhiv) ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে পুতিন- সেনার গোলাবর্ষণ। বিধ্বস্ত এই শহর। এদিকে কিভে দক্ষিণ-পশ্চিম প্রান্তে রুশ সেনার গোলাবর্ষণে আহত কমপক্ষে ৪ জন। লভিভ শহরেও মিসাইল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জ্বালানির গুদাম লক্ষ্য করে ৬টি মিসাইল ছোড়ার অভিযোগ করেছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ছোড়ার অভিযোগও করা হয়েছে।

শনিবার পোল্যান্ডের ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্টও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেছেন, “ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) একজন কসাই। আমি আত্মবিশ্বাসী যে পুতিন ন্যাটোকে বিভক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। আমরা সবাই একসঙ্গে আছি।”

আরও পড়ুন: তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

অন্যদিকে, হাজার হাজার রাশিয়ান বিক্ষোভকারী শনিবার মধ্য প্রাগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমাবেশ করেছেন। পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

আমেরিকা, পোল্যান্ড এবং ইউক্রেনের জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে জো বাইডেন বলেন, ‘‘এই যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’’

রুশ হামলা এখনও পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে রয়েছে একাধিক শিশু এবং সাংবাদিকরাও। আহতের সংখ্যা বাড়ছে।



Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version