Thursday, November 13, 2025

পুতিনকে ‘কসাই’ বলে আক্রমণ বাইডেনের! রুশ হামলা অব্যাহত ইউক্রেনে

Date:

৩২তম দিনেও ইউক্রেনে (Ukraine) রুশ হামলা অব্যাহত। ইউক্রেনের বেশ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার পোল্যান্ডের (Poland) ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। পুতিনকে (Vladimir Putin) ‘কসাই’ বলেও আক্রমণ করেন বাইডেন।

এদিকে, খারকিভে (kharkhiv) ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টরে পুতিন- সেনার গোলাবর্ষণ। বিধ্বস্ত এই শহর। এদিকে কিভে দক্ষিণ-পশ্চিম প্রান্তে রুশ সেনার গোলাবর্ষণে আহত কমপক্ষে ৪ জন। লভিভ শহরেও মিসাইল হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জ্বালানির গুদাম লক্ষ্য করে ৬টি মিসাইল ছোড়ার অভিযোগ করেছে ইউক্রেন। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ছোড়ার অভিযোগও করা হয়েছে।

শনিবার পোল্যান্ডের ওয়ারশ-র প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইউক্রেনের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্টও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) বলেছেন, “ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) একজন কসাই। আমি আত্মবিশ্বাসী যে পুতিন ন্যাটোকে বিভক্ত করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। আমরা সবাই একসঙ্গে আছি।”

আরও পড়ুন: তীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ

অন্যদিকে, হাজার হাজার রাশিয়ান বিক্ষোভকারী শনিবার মধ্য প্রাগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমাবেশ করেছেন। পুতিনকে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

আমেরিকা, পোল্যান্ড এবং ইউক্রেনের জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে জো বাইডেন বলেন, ‘‘এই যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ার নিষ্ঠুরতার বিরুদ্ধে আমাদের এক হতে হবে।’’

রুশ হামলা এখনও পর্যন্ত বহু মানুষ মারা গিয়েছেন। তার মধ্যে রয়েছে একাধিক শিশু এবং সাংবাদিকরাও। আহতের সংখ্যা বাড়ছে।



Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version