Thursday, November 13, 2025

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Date:

আগ্নেয়াস্ত্র সহ বিজেপির(BJP) মণ্ডল সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির বানারহাট থানার নাথুয়ায়। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দুপুরে বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মণ্ডল সভাপতি মুকুল ঘোষকে আগ্নেয়াস্ত্র(Illigal Arms) সমেত গ্রেপ্তার করে বানারহাট থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে নাথুয়ার জলঢাকা প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওই বিজেপি নেতাকে যখন গ্রেফতার করা হয় তখন তাঁর কোমরেই গোঁজা ছিল ইপ্রোভাইসড কান্ট্রিমেড সিক্সার (দেশীয় প্রযুক্তিতে তৈরি ) পিস্তল। যাতে দু রাউন্ড গুলিও ছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মুকুল ঘোষের(Mukul Ghosh) বাড়ি বানারহাট থানার অন্তর্গত নাথুয়ায়। তিনি বিজেপির ধূপগুড়ি উত্তর পশ্চিম মন্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। ধৃতের বিরুদ্ধে ২৫ (এ) /২৭ অস্ত্র আইনে মামলা রজু করেছে পুলিশ। যদিও বিজেপির মন্ডল সভাপতির গ্রেপ্তাতির ঘটনার শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দ্বিতীয়বার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত

এই গ্রেফতারি প্রসঙ্গে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, আইন আইনের পথে চলবে। তবে ঘটনা সত্যি কিনা তা সেটাও বুঝতে হবে। আদালতের ওপর আমাদের বিশ্বাস আছে। পাশাপাশি তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি নয়ন দত্ত বলেন, ‘আমরা প্রশাসনের কাজে নাক গলাই না। দোষ করে থাকলে দোষীর সাজা হওয়া উচিৎ।’ বানারহাট থানা সূত্রে জানানো হয়েছে, ধৃত মুকুল ঘোষকে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version