Tuesday, November 11, 2025

PVR-INOX : এক হয়ে গেল পিভিআর-আইনক্স, এবার সিনেমা দেখুন নতুন ভাবে

Date:

কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই এবার সেই সবটাই সত্যি হল।২৭ মার্চ রবিবার এক হয়ে গেল পিভিআর (PVR) এবং আইনক্স (Inox)।

এখন সিনেমা (Cinema) দেখা মানেই মাল্টিপ্লেক্স(multiplex) প্রথম পছন্দ সিনে প্রেমীদের। দর্শকদের আরও ভালো পরিষেবা দিতে এবার সংযুক্তকরণ দুই বড় কোম্পানির। রবিবার দুই কোম্পানির বোর্ড মিটিংয়ের পরই ঘোষণা করা হয় নতুন কোম্পানির নাম । যেহেতু পিভিআর  আর আইনক্স মিলে গেছে তাই নতুন নাম পিভিআর আইনক্স লিমিটেড(PVR Inox Limited)। আগামীতে এই কোম্পানির অন্তর্গত যে নতুন সিনেমা হল খোলা হবে, তার নাম হবে পিভিআর আইনক্স – এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


কিন্তু কিসের ভিত্তিতে এই সংযুক্তকরন আর সিনেমা জগতকেই বা কতটা সমৃদ্ধ করবে এই ব্যবসায়িক সিদ্ধান্ত। এই বিষয়ে জানা যাচ্ছে যেহেতু দুই কোম্পানি আলাদা আলাদা ভাবে যথেষ্ট সফল ও মানুষের পছন্দের তালিকায় স্থান পেয়েছে, তাই এবার একসাথে এক ছাদের নিচে আরও বেশি করে মানুষের মনোরঞ্জনের কথা মাথায় নিয়ে কাজ করবে নতুন কোম্পানি।

চুক্তি অনুযায়ী নতুন কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেডের (PVR Inox Limited) শেয়ারের অনুপাতের হিসেব হবে, আইনক্সের প্রতি ১০ শেয়ারে পিভিআরের শেয়ার  ৩।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্তিকরণের এখনও বেশ কিছু ধাপ বাকি রয়েছে। সেবি এবং আরও কিছু সংস্থার অনুমতি প্রয়োজন রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত কাজগুলো শেষ করার প্রক্রিয়া চলছে। নতুন কোম্পানির যে বোর্ড গঠন করা হবে তাতে ১০জন সদস্য থাকবেন। যার ৫ জন থাকবেন পিভিআর থেকে আর ৫ জন থাকবেন আইনক্স থেকে।

ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস সার্ভিস

শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া সংযুক্তিকরণের চুক্তি অনুযায়ী আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবন কুমার জৈন বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকবেন বলেই সূত্রের খবর।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version