Saturday, August 23, 2025

মমতার দেখানো পথে পাঞ্জাবে এবার ‘দুয়ারে রেশন’ চালুর ঘোষণা ভগবন্ত মানের

Date:

Share post:

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর ‘রাজ্যে দুয়ারে'(Duare Ration) রেশন প্রকল্প চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই পথে হেঁটে এবার পাঞ্জাবেও এই প্রকল্প চালুর ঘোষণা করলেন আপের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মান(Bhagwant Maan)। সোমবার এক ভিডিও বার্তায় নিজ রাজ্যে এই প্রকল্প চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ভগবন্ত। তিনি জানান, এখন থেকে রাজ্যবাসীকে আর রেশনের দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না, সরকার বাড়ি এসে পৌঁছে দিয়ে যাবে রেশন সামগ্রী। গুনমানের কথা মাথায় রেখে দেওয়া হবে চাল, ডাল, গমের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

পাঞ্জাবে নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে আম আদমি পার্টির তরফে ঘোষণা করা হয়েছিল, জয়ী হলে এই রাজ্যে চালু করা হবে দুয়ারে রেশন প্রকল্প। এরপর বিপুল জনসমর্থন নিয়ে প্রথমবার পাঞ্জাব রাজ্যে জয়ী হয় আম আদমি পার্টি। ১১৭ বিধানসভার পাঞ্জাবে ৯২ টি আসনে জেতে আপ। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন ভগবন্ত মান। ক্ষমতা লাভের পর এবার প্রতিশ্রুতি রক্ষায় মন দিলেন তিনি। সোমবার এক ভিডিও বার্তায় মান বলেন, “রেশন নিতে কিংবা রোজকার প্রয়োজনীয় খাবারদাবারের জন্য আর কাউকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে আমাদের সরকারি আধিকারিকরা গিয়ে আপনার সমস্ত নথি পরীক্ষা করে বাড়িতেই তা পৌঁছে দেবে। পাশাপাশি তিনি এই আশ্বাসও দিয়েছেন, খাদ্যদ্রব্যের গুণমান নিয়ে চিন্তার কিছু নেই। সরকার সেসব স্বাস্থ্যবিধি ও গুণমান অক্ষুণ্ণ রেখেই সরবরাহ করা হবে। এ প্রসঙ্গে মান উল্লেখ করেন, দিল্লিতেও এভাবে রেশন সরবরাহ ব্যবস্থা শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তা চালানো যায়নি। তবে পাঞ্জাব সরকার নাগরিক পরিষেবায় উন্নতির স্বার্থে এই প্রকল্প চালিয়ে যেতে বদ্ধপরিকর।”

আরও পড়ুন:ED, CBI-এর অপব্যবহার করছে বিজেপি: জোটবার্তা দিয়ে অবিজেপি নেতৃত্বদের চিঠি মমতার

যদিও দুয়ারে রেশ্ন প্রকল্প দেশের মধ্যে সর্বপ্রথম চালু হয় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ২০২১ সালে পাহাড় এবং জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় বাড়ির দোরগোড়ায় রেশন পৌঁছনোর মাধ্যমে সর্বপ্রথম শুরু হয় পরিষেবা। এবার অবিজেপি পাঞ্জাব রাজ্যেও আপের হাত ধরে চালু হল দুয়ারে রেশন।

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...