Saturday, May 3, 2025

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। সেই কারণে মনে হয়েছিল মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত মতুয়া মেলায় (Matua Dharma Maha Mela) আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গলায় মতুয়া সমাজের মন পেতে অন্য কিছু শোনা যাবে। কিন্তু তিনি বললেন, নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোলার কথা। এদিন মোদির মুখে হরি ধ্বনিও শোনা যায়।

মঙ্গলবার মোদির বক্তৃতায় উঠে এসেছে, হিংসা এবং অরাজকতা দূর করার পাশাপাশি দুর্নীতির মোকাবিলার কথাও। তিনি মতুয়া সমাজের কাছে আবেদন করেছেন, “অত্যাচার এবং অরাজকতা রুখতে সক্রিয় হতে হবে।” তিনি বলেন,”রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনা সংসদীয় গণতান্ত্রিক রীতি পরিপন্থী।”

আরও পড়ুন-কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মতিথি। মতুয়া ধর্মগুরুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে ঠাকুরনগরের বারুণীর পুণ্যস্নান অনুষ্ঠান এবং মেলায় (Matua Dharma Maha Mela) ভার্চুয়াল বক্তৃতায় গত বছর বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথাও বললেন মোদি (Narendra Modi)। তিনি দাবি করেন বর্তমানে ভারতীয় সমাজে বিভাজনের অপচেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, “বর্তমান সময়ে হরিচাঁদ ঠাকুরের দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।” একইসঙ্গে নারীশিক্ষা প্রচারে হরিচাঁদ ঠাকুরের ভূমিকার কথাও বলেছেন তিনি।

তবে মঙ্গলবার কোনও বিরোধী রাজনৈতিক দলের নাম নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version