Saturday, November 15, 2025

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। সেই কারণে মনে হয়েছিল মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত মতুয়া মেলায় (Matua Dharma Maha Mela) আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গলায় মতুয়া সমাজের মন পেতে অন্য কিছু শোনা যাবে। কিন্তু তিনি বললেন, নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোলার কথা। এদিন মোদির মুখে হরি ধ্বনিও শোনা যায়।

মঙ্গলবার মোদির বক্তৃতায় উঠে এসেছে, হিংসা এবং অরাজকতা দূর করার পাশাপাশি দুর্নীতির মোকাবিলার কথাও। তিনি মতুয়া সমাজের কাছে আবেদন করেছেন, “অত্যাচার এবং অরাজকতা রুখতে সক্রিয় হতে হবে।” তিনি বলেন,”রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনা সংসদীয় গণতান্ত্রিক রীতি পরিপন্থী।”

আরও পড়ুন-কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মতিথি। মতুয়া ধর্মগুরুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে ঠাকুরনগরের বারুণীর পুণ্যস্নান অনুষ্ঠান এবং মেলায় (Matua Dharma Maha Mela) ভার্চুয়াল বক্তৃতায় গত বছর বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথাও বললেন মোদি (Narendra Modi)। তিনি দাবি করেন বর্তমানে ভারতীয় সমাজে বিভাজনের অপচেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, “বর্তমান সময়ে হরিচাঁদ ঠাকুরের দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।” একইসঙ্গে নারীশিক্ষা প্রচারে হরিচাঁদ ঠাকুরের ভূমিকার কথাও বলেছেন তিনি।

তবে মঙ্গলবার কোনও বিরোধী রাজনৈতিক দলের নাম নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version