Monday, May 5, 2025

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে বগটুই গ্রামে হাজির বীরভূমের জেলাশাসক

Date:

Share post:

বগটুই ঘটনার পর কেটে গিয়েছে দশ দিন। থমথমে গোটা গ্রাম। সকাল বিকেল চলছে পুলিশি তদন্ত। রাজ্য প্রশাসনের তৎপরতায় ফের গ্রামে ফিরছেন ঘরছাড়া মানুষ। ছন্দে ফেরার চেষ্টায় এখন রামপুরহাটের বগটুই গ্রাম।  এই পরিস্থিতিতেই মঙ্গলবার বগটুই গ্রামের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। এভাবেই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে থাকল বগটুই।

আরও পড়ুন:হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর, আজ রাজ্য সরকারি ছুটি

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বগটুই গ্রামেই রয়েছেন ২২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। একাদশ শ্রেণীর পরিক্ষার্থী ৬১ জন।কিন্তু গ্রামে এখনও আতঙ্কের পরিবেশ কাটেনি।  গ্রামে এখন শুধুই খাঁকি উর্দিধারীদের বুটের আওয়াজ। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের মনোবল বাড়ানো বেশি প্রয়োজন। আর সেই কাজই করতে এগিয়ে এলেন বীরভূমের জেলাশাসক। বগটুই গ্রামে গিয়ে   সেখানকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে উৎসাহ দেন তিনি। জানা গিয়েছে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতেই জেলা প্রশাসনের শীর্ষ কর্তার এই নজিরবিহীন উদ্যোগ।

এদিন জেলাশাসক আচমকাই বগটুইয়ে হাজির হন। সঙ্গে ছিলেন মহকুমা শাসক সাদ্দাম নাভাস, রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিও দীপান্বিতা বর্মন সহ প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা কথা বলেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে।পরীক্ষার্থীদের হাতে তুলে দেন পেন ও চকোলেট।

জেলা শাসক বিধান রায় বলেন, ‘সামনেই উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা। ছেলেমেয়েরা যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে তার জন্য উৎসাহিত করা হল। সব রকমভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। পরীক্ষার সব রকম প্রস্তুতি নেওয়ার জন্য তাদের বলা হয়েছে।’

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...