‘দুয়ারে সরকার’ মডেলে এবার ‘দুয়ারে ব্যাঙ্ক’ পরিষেবা আনছে HDFC Bank

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিপুল জনপ্রিয় প্রকল্প ‘দুয়ারে সরকার’। সেই মডেলের ধাঁচেই এবার ‘দুয়ারে ব্যাঙ্ক'(Duare Bank) পরিষেবা আনার কথা ঘোষণা করল এইচডিএফসি ব্যাঙ্ক(HDFC Bank)। বুধবার ভবানীপুরে রাজ্যের ২৫১ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে একথা ঘোষণা করেন ব্যাঙ্ককর্তারা।

এদিন ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাঙ্ক কর্মকর্তারা জানান, বর্ষীয়ান নাগরিকদের সুবিধার্থে বাড়িতে গিয়ে ব্যাঙ্কের সবরকম পরিষেবা পৌঁছে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের তরফে। এদিন ভবানীপুরে এই ব্যাঙ্কের ২৫১ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। পাশাপাশি উপস্থিত ছিলেন ব্যাঙ্কের সিনিয়র জোনাল হেড সত্যেন দুবে, ক্লাস্টার হেড জয়দীপ ঘোষ প্রমুখ।

আরও পড়ুন- China: করোনা আতঙ্কে লকডাউন, শুনশান রাস্তাঘাটে যেন অচেনা শহরের ছবি

Previous articleChina: করোনা আতঙ্কে লকডাউন, শুনশান রাস্তাঘাটে যেন অচেনা শহরের ছবি
Next articleআসানসোলে অন্তরঙ্গ নাট‍্যসন্ধ‍্যা