Rampurhat Case:ভাদু শেখ খুনে গ্রেফতার ৩

রামপুরহাট কাণ্ডে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। ঘটনার পর থেকেই পালিয়ে বেরাচ্ছিল ধৃতরা। মঙ্গলবার রাতে তাদের মালদহ, ঝাড়গ্রাম ও রামপুরহাট থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ। তাঁদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।


আরও পড়ুন:SC-ST মানুষদের উপর অত্যাচারে “ভারতসেরা” যোগীর “ডবল ইঞ্জিন” UP, দ্বিতীয় মধ্যপ্রদেশ


বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে মৃত্যুর ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য-রাজনীতি। সিট গঠন করে,নিহতদের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ঘটনার তদন্ত করবে সিবিআই। সেইমত চলছে সিবিআইয়ের হাতে সমস্ত রিপোর্ট তুলে দিয়েছে সিট। চলছে সিবিআই তদন্ত। যদিও ঘটনার ১০ দিন পার হয়ে গেলেও এখনও কোনও কিনারা করতে পারেনি সিবিআই।

Previous articleWeather Forecast: বাড়ছে রোদের দাপট!তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের
Next articleCyber Crime: জনসচেতনতা প্রচারে কলকাতা পুলিশের হাতিয়ার ‘উইল স্মিথের থাপ্পড়’