Thursday, August 28, 2025

দেশে কত জ্বালানি মজুত আছে? তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নের জবাবে আতঙ্কের খবর শোনাল কেন্দ্র

Date:

দেশে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের পরিমাণ। আশঙ্কার কথা শোনাল কেন্দ্র। রোজ লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য়ের দাম। এই পরিস্থিতিতে দেশে কত জ্বালানি তেল মজুত আছে দেশে? এই বিষয়ে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর সেই প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানান, ভারতের হাতে মজুত আছে মাত্র ৭৪ দিনের তেল। দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের পরিমাণ ৫.৩৩ লক্ষ মেট্রিক টন। যা দিয়ে মাত্র ৯.৫ দিন চালানো যেতে পারে। আর তেল বিক্রি করা সংস্থাগুলির মজুতের মাধ্যমে চলতে পারে ৬৪.৫ দিন। তাই, সব মিলিয়ে আপাতকালীন পরিস্থিতির জন্য ভারতের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম মজুত রয়েছে মাত্র ৭৪ দিনের জন্য। অর্থাৎ দেশে এক বছরের তেলও মজুত নেই। যে কোনও দেশেই অন্তত তিন মাস অর্থাৎ ৯০ দিনের পেট্রোলিয়াম রিজার্ভ থাকা উচিত। সেখানে স্টক কী করে এত কমে গেল? জবাব নেই কেন্দ্রের কাছে।

তৃণমূলের আরেক সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, দেশে আমদানি করা তেলের পরিমাণের এক শতাংশেরও কম আনা হয় রাশিয়া থেকে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের করা তেলের দাম স্থির করার প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, তেলের দাম স্থির করে সংস্থাগুলি।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version