Thursday, August 28, 2025

ওদের শীতঘুম ভাঙছে না: বিরোধী জোটে কংগ্রেস প্রসঙ্গে তোপ কুণালের

Date:

“দেশজুড়ে কংগ্রেসের একের পর এক ব্যর্থতাই বিজেপিকে(BJP) রাজনীতির ময়দানে সুবিধা করে দিচ্ছে।” শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেসকে এই ভাষাতেই কার্যত তুলোধনা করলেন তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তিনি জানালেন, কংগ্রেস তাদের শীতঘুম থেকে এখন বের হতে পারেনি।

এদিনের সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে ঝাঁঝালো সুরে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, “কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ বিজেপি নিয়েছে ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা নির্বাচনে। আর শুধু লোকসভা নির্বাচন নয়, বিভিন্ন রাজ্যের নির্বাচনেও বিজেপি কংগ্রেসের এই ব্যর্থতার সুযোগ নিয়েছে। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনও সদিচ্ছা নেই। বিজেপি বিরোধী আন্দোলনে কংগ্রেস বাধা হয়ে দাঁড়াচ্ছে। যে সব রাজ্যে বিজেপি বিরোধিতা চলছে কংগ্রেস তার ঔদ্ধত্য দেখিয়ে পরোক্ষভাবে বিজেপির সুবিধা করে দিচ্ছে।” এবিষয়ে রাজ্যের উদাহরণ টেনে তিনি আরও বলেন, বাংলায় বিজেপি যখন ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ওঠে ঠিক সেই সময় কংগ্রেস- সিপিএমের সঙ্গে জোট বেধে ভোট কেটে বিজেপির সুবিধা করে দিতে তৈরি হয়েছিল। যার ফলে তারা শূন্যে নেমে এসেছে।

আরও পড়ুন:Entertainment:প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই কি দাম্পত্যে প্রবেশের ঘোষণা তারকা জুটির?

পাশাপাশি কুণাল ঘোষ আরও জানান, “আমরা কোনওদিন বলিনি কংগ্রেসকে বাদ দিয়ে কোনও জোট হোক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে তাঁর বক্তব্য জানাতে গিয়ে বলেছেন, বিকল্প জোটের একটা চেহারা থাকুক। তার একটা স্টিয়ারিং কমিটি, নিয়মনীতি এবং যৌথ কর্মসূচি রাখা উচিত। কংগ্রেস তার শীতঘুম থেকেই বেরচ্ছে না। কংগ্রেসের গয়ংগচ্ছ ভাব দেখে তৃণমূল নেত্রী বলেছিলেন অন্যান্য যে বিজেপি বিরোধী দলগুলি আছে সেগুলিকে একজোট হয়ে একমঞ্চে আসতে হবে। দেখা যাচ্ছে তাঁর এই চিন্তা অন্য বিজেপি বিরোধী দলগুলির মধ্যেও প্রতিফলিত হচ্ছে। এখন কংগ্রেসের লাগাতার ব্যর্থতার জেরে বাকিতা যদি তৃণমূলকে বিকল্প শক্তিভাবে তবে তাদের এই ভাবনা সাধুবাদযোগ্য।”

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version