Thursday, August 21, 2025

মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা: আজ থেকে দাম বাড়ল অত্যাবশ্যকীয় ওষুধেরও

Date:

Share post:

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা দেশবাসীর। এহেন পরিস্থিতির মাঝেই পূর্বঘোষণা মত ১ এপ্রিল থেকে দাম বাড়ল ৮০০র বেশি অত্যাবশ্যকীয় ওষুধের(Medicine)। সপ্তাহখানেক আগে এই সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করেছিল ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি(NPPO)। সেইমতো ১ এপ্রিল থেকে দাম বাড়ল প্রায় সমস্ত অত্যাবশ্যকীয় ওষুধের। বলার অপেক্ষা রাখে না এই মূল্যবৃদ্ধিতে ব্যাপক সমস্যায় পড়বেন দেশের সাধারণ মানুষ।

জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে যে সকল ওষুধের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে জ্বর, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও হৃদরোগের ওষুধ। পাইকারি মূল্য বৃদ্ধির সূচকে এই দাম বৃদ্ধি হয়েছে ১০.৭ শতাংশ। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, “বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আর্থিক উপদেষ্টার দপ্তরের পেশ করা পাইকারি মূল্যবৃদ্ধির সূচক ২০২১ ক্যালেন্ডার ইয়ারে বার্ষিক ১০.৭৬৬০৭ শতাংশ বাড়ছে ২০২০ সালের তুলনায়। ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অর্ডার, ২০১৩ এর বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য এটি সংশ্লিষ্ট সকলের নজরে আনা হচ্ছে।”

আরও পড়ুন:‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করলেন শরদ পাওয়ার

উল্লেখ্য, ৫ রাজ্যে ভোট পর্ব মিটে যাওয়ার পর একই মূল্যবৃদ্ধিতে দিশাহারা দেশের সাধারণ মানুষ। হুড়মুড়িয়ে দাম বেড়েছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের। ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। এরই মাঝে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের মাসিক বাজেটে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য অনুযায়ী, প্যারাসিটামল, আজিথ্রোমাইসিন, ফেনোবার্বিটোন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড, মেট্রোনিডাজোল, ফেনিটোইন সোডিয়ামের মতো অত্যাবশকীয় ওষুধের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...