Friday, November 28, 2025

মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা: আজ থেকে দাম বাড়ল অত্যাবশ্যকীয় ওষুধেরও

Date:

Share post:

পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যাপক মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা দেশবাসীর। এহেন পরিস্থিতির মাঝেই পূর্বঘোষণা মত ১ এপ্রিল থেকে দাম বাড়ল ৮০০র বেশি অত্যাবশ্যকীয় ওষুধের(Medicine)। সপ্তাহখানেক আগে এই সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করেছিল ন্যাশনাল ফার্মাসিটিক্যাল প্রাইসিং অথরিটি(NPPO)। সেইমতো ১ এপ্রিল থেকে দাম বাড়ল প্রায় সমস্ত অত্যাবশ্যকীয় ওষুধের। বলার অপেক্ষা রাখে না এই মূল্যবৃদ্ধিতে ব্যাপক সমস্যায় পড়বেন দেশের সাধারণ মানুষ।

জানা গিয়েছে, ১ এপ্রিল থেকে যে সকল ওষুধের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে জ্বর, সংক্রমণ, ত্বকের অসুখ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা ও হৃদরোগের ওষুধ। পাইকারি মূল্য বৃদ্ধির সূচকে এই দাম বৃদ্ধি হয়েছে ১০.৭ শতাংশ। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, “বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আর্থিক উপদেষ্টার দপ্তরের পেশ করা পাইকারি মূল্যবৃদ্ধির সূচক ২০২১ ক্যালেন্ডার ইয়ারে বার্ষিক ১০.৭৬৬০৭ শতাংশ বাড়ছে ২০২০ সালের তুলনায়। ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অর্ডার, ২০১৩ এর বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপের জন্য এটি সংশ্লিষ্ট সকলের নজরে আনা হচ্ছে।”

আরও পড়ুন:‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বিজেপির ভূমিকার তীব্র সমালোচনা করলেন শরদ পাওয়ার

উল্লেখ্য, ৫ রাজ্যে ভোট পর্ব মিটে যাওয়ার পর একই মূল্যবৃদ্ধিতে দিশাহারা দেশের সাধারণ মানুষ। হুড়মুড়িয়ে দাম বেড়েছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের। ফলস্বরূপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। এরই মাঝে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের মাসিক বাজেটে বড়সড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তথ্য অনুযায়ী, প্যারাসিটামল, আজিথ্রোমাইসিন, ফেনোবার্বিটোন, সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড, মেট্রোনিডাজোল, ফেনিটোইন সোডিয়ামের মতো অত্যাবশকীয় ওষুধের দাম ব্যাপকভাবে বেড়ে গিয়েছে।

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...