সুখবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে( KKR)। এদিন কেকেআরের শিবিরে যোগ দিলেন বিদেশি তারকা ক্রিকেটার প্যাট কামিন্স (Pat Cummins)।যোগ দিলেও, এখনই মাঠে নামা হচ্ছে না তাঁর। তিন দিন কোয়ারেন্টাইনে থাকবেন কামিন্স। তারপরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কামিন্স।

আইপিএলের নিয়ম অনুযায়ী কোন বিদেশি ক্রিকেটার ভারতে আসার পরে তিন দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতেই হবে। আর সেই নিয়ম অনুযায়ী ৬ এপ্রিলের আগেই কামিন্সের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়ে যাবে। কিন্তু মাঠে নামতে বাঁধ সাজছে ক্রিকেট অস্ট্রেলিয়া নির্দেশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী ৫ এপ্রিল পাকিস্তানের বিরুদ্ধে তাদের সফর শেষ না হওয়া পর্যন্ত সে দেশের কোন ক্রিকেটার আইপিএলে খেলতে পারবেন না। সেই নিয়মেই ৬ এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না কামিন্স।

𝕎𝕖𝕝𝕔𝕠𝕞𝕖 𝕓𝕒𝕔𝕜 𝕙𝕠𝕞𝕖, @patcummins30 💜💛#KnightsInAction presented by @glancescreen | #KKRHaiTaiyaar #IPL2022 pic.twitter.com/M28lsyFJO2
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2022
আরও পড়ুন:Mumbai Indiance: রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামার আগে শক্তি বাড়াল মুম্বই, যোগ দিলেন সূর্যকুমার যাদব
