Saturday, May 3, 2025

Russia-Ukraine War:যুদ্ধ আবহে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ(Russia Ukraine) আবহে এবার ভারতে এলেন রুশ বিদেশমন্ত্রী(Russian Foreign Minister)। সূত্রের খবর দিল্লিতেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar) সঙ্গে বৈঠক করলেন তিনি। ভারত সফরে এসে সের্গেই লাভরভ(Sergey Lavrov) জানান যে, ভারত (India)চাইলেই অনেক আন্তর্জাতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

প্রধানমন্ত্রীকে হত্যার ছক, উদ্বিগ্ন এনআইএ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ(Russia Ukraine war) চলছে, এর মাঝেই আলোচনার রাস্তা তৈরি হয়েছে বহুবার কিন্তু যুদ্ধ বিরোধী আবহ কিছুতেই তৈরি করা যাচ্ছে না। যুদ্ধ আবহে ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ(Sergey Lavrov),জয়শঙ্করের সাথে আলাপ আলোচনার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)সঙ্গেও তিনি দেখা করেন বলেই সরকারি সূত্রের খবর। কিন্তু ঠিক কী কারণে এই সফর? বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)বার্তা নরেন্দ্র মোদিকে জানানোর উদ্দেশ্যেই লাভরভ এর ভারতে আসা।

ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার পর সের্গেই লাভরভ জানান,ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। ভারত চাইলে অনেক আন্তর্জাতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মুলতঃ ইউক্রেন পরিস্থিতি এবং যুদ্ধের কারণ সম্পর্কে জয়শঙ্করকে অবহিত করেছেন লাভরভ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। দেশে তেলের ভাণ্ডার প্রায় তলানিতে, উদ্বেগজনক এই তথ্য প্রকাশ্যে এসেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। লাভরভ-জয়শঙ্কর বৈঠকে রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। পাশাপাশি, আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়া মস্কোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের দিক নির্দেশ নিয়েও আলোচনা করেছেন দুই বিদেশমন্ত্রী। বৈঠক শেষে লাভরভ জানিয়েছেন যে আমেরিকার জারি করা নিষেধাজ্ঞার কোনও প্রভাব ভারত-রাশিয়া সম্পর্কে পড়বে না। অন্য দিকে জয়শঙ্করের মন্তব্য, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামিতে সুসম্পর্ক বজায় থাকবে ভারত রাশিয়ার।

spot_img

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...