Wednesday, November 5, 2025

Russia-Ukraine War:যুদ্ধ আবহে রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এস জয়শঙ্কর

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ(Russia Ukraine) আবহে এবার ভারতে এলেন রুশ বিদেশমন্ত্রী(Russian Foreign Minister)। সূত্রের খবর দিল্লিতেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S. Jaishankar) সঙ্গে বৈঠক করলেন তিনি। ভারত সফরে এসে সের্গেই লাভরভ(Sergey Lavrov) জানান যে, ভারত (India)চাইলেই অনেক আন্তর্জাতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

প্রধানমন্ত্রীকে হত্যার ছক, উদ্বিগ্ন এনআইএ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ(Russia Ukraine war) চলছে, এর মাঝেই আলোচনার রাস্তা তৈরি হয়েছে বহুবার কিন্তু যুদ্ধ বিরোধী আবহ কিছুতেই তৈরি করা যাচ্ছে না। যুদ্ধ আবহে ভারতে এসেছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ(Sergey Lavrov),জয়শঙ্করের সাথে আলাপ আলোচনার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)সঙ্গেও তিনি দেখা করেন বলেই সরকারি সূত্রের খবর। কিন্তু ঠিক কী কারণে এই সফর? বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)বার্তা নরেন্দ্র মোদিকে জানানোর উদ্দেশ্যেই লাভরভ এর ভারতে আসা।

ভারত সফরে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার পর সের্গেই লাভরভ জানান,ভারত একটি গুরুত্বপূর্ণ দেশ। ভারত চাইলে অনেক আন্তর্জাতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মুলতঃ ইউক্রেন পরিস্থিতি এবং যুদ্ধের কারণ সম্পর্কে জয়শঙ্করকে অবহিত করেছেন লাভরভ বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। দেশে তেলের ভাণ্ডার প্রায় তলানিতে, উদ্বেগজনক এই তথ্য প্রকাশ্যে এসেছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। লাভরভ-জয়শঙ্কর বৈঠকে রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। পাশাপাশি, আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির আর্থিক নিষেধাজ্ঞার কবলে পড়া মস্কোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের দিক নির্দেশ নিয়েও আলোচনা করেছেন দুই বিদেশমন্ত্রী। বৈঠক শেষে লাভরভ জানিয়েছেন যে আমেরিকার জারি করা নিষেধাজ্ঞার কোনও প্রভাব ভারত-রাশিয়া সম্পর্কে পড়বে না। অন্য দিকে জয়শঙ্করের মন্তব্য, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামিতে সুসম্পর্ক বজায় থাকবে ভারত রাশিয়ার।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...