Friday, November 14, 2025

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে বলিউডের বাদশাহ কিং খান অভিনীত ছবি পাঠান। বলিউডের বাদশাহ শাহরুখ খান বস নাম হি কাফি হায়, বাংলা তথা গোটা দেশের লক্ষ লক্ষ সিনেমামোদী দর্শকের হার্ট থ্রব তিনি। দীর্ঘদিন পরে ছবির জগতে ফিরতে চলছেন তাঁর পাঠান ছবির মাধ্যমে। প্রায় আট বছর পর আবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকনকে আর দেখা যাবে অভিনেতা জন আব্রাহামকেও।

স্পেন ছাড়া এই ছবির শুটিং হয়েছে দুবাইতেও। অনেকদিন ধরে আলোচনা রয়েছে এই ছবিটি। ছবির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আ্নন্দ। একটা বড়সড় ব্রেকের পর কিং খান ফিরলেন স্বমহিমায়। ছবির শেষ পর্বের শুটিং সেরে সম্প্রতি বুধবার রাতে দেশে ফিরলেন বলিউডের বাদশাহ। ফিরতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

শোনা যাচ্ছে শেষ পর্বে বেশকিছু অ্যাকশন দৃশ্য এবং গানের শুটিং হয়েছে সেখানে। শুটিং এর শেষে স্পেন ঘুরেছেনও কিং খান। স্প্যানিশ ভক্তদের সঙ্গে সেলফিও তুলছেন তিনি। ২০১৮ র পর পাঠান নিয়ে বড় পর্দায় ফিরছেন। এর আগে সবশেষ তাঁকে দেখা গেছে জিরো সিনেমায় । স্বাভাবিকভাবেই তার ভক্তদের কাছে পাঠান ছবিটি ভীষণভাবেই প্রত্যাশার এবং অপেক্ষার।প্রিয় নায়ক কে নতুন রূপে দেখবার জন্য তাঁরা অধির আগ্রহী ।

ইতিমধ্যেই এই ছবিতে তাঁর লুক বেশ প্রশংসিত এবং চর্চিত হয়েছে। এখানে কিং খানকে এইট প্যাক অ্যাবসের হট লুকে দেখা যাবে। তাঁর মেদহীন সুঠাম শরীরী আবেদনপূর্ণ চেহারা, লম্বা ঝুটি বাঁধা ছুল, কারগো প্যান্ট, উন্মুক্ত দেহ ভাইরাল হয়েছে যাতে নতুন করে মুগ্ধ তাঁর অনুরাগিরা। ৫৬ বছর বয়সে তাঁর এমন লুক দেখে বিস্মিত সবাই।

গতবছর ছেলেকে নিয়ে দীর্ঘ আইনি জটিলতায়ে পড়েন তিনি ফলে বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়ে। কিন্তু কথায় বলে সব ভাল তাঁর শেষ ভাল যার অবশেষে সফল ভাবে কাজ সম্পূর্ণ করেছেন তিনি এবং তাঁর পাঠান টিম। এখন শুধু অধির অপেক্ষা ছবির মুক্তির। যদিও আরও বেশ কয়েকমাস লাগবে কারণ শুটিং এর পরের আরও অনেক কাজ থাকে যার মধ্যে ছবির এডিটিং অন্যতম।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version