Wednesday, May 7, 2025

অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। তিনি বলেন, “মিঠুন চক্রবর্তী আপনাকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আপনি বলেছিলেন মিঠুন চক্রবর্তী কখনও অকৃতজ্ঞ হয় না। ‘আমি সারাজীবন মনে রাখবো আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যা দিয়েছে।’ আপনি অকৃতজ্ঞ।”

কুণাল (Kunal Ghosh) বলেন, “মিঠুন দা (Mithun Chakraborty) দেখেও শিখছে না ঠেকেও শিখছে না। বিধানসভা নির্বাচনে আপনার ভূমিকাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। মিঠুনদা আপনি যেখানে যেখানে গিয়েছেন, সভা করেছেন, সেখানে কত শতাংশ আসনের প্রার্থী হেরেছে আপনি তা খোঁজ নিয়েছেন? বিধানসভা নির্বাচনের পর থেকেই আপনার তো দেখাই পাওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন-ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর, ভারত-নেপাল রেলপথের সূচনা

এদিন কুণাল মিঠুন চক্রবর্তীর সিনেমার সংলাপ ‘মারবো এখানে লাশ পড়বে শ্মশানে’, ‘আমি জাত গোখরো’ নিয়ে ধুয়ে দেন তাঁকে। বললেন, “আপনি একটা জলঢোঁড়া সাপ।” তিনি আরও বলেন,”এতদিন ছিল আদি বিজেপি, নব্য বিজেপি , এবারে আপনি তো উধাও বিজেপিতে চলে গিয়েছিলেন। বাংলার মানুষ আপনাকে পছন্দ করছে না। আপনার যে অভিনেতা হিসেবে সম্মান, সমাজসেবী হিসেবেও ছিল সেখানে অকৃতজ্ঞ বেইমান রাজনীতিবিদদের তকমা আপনি কেন নেবেন দাদা? আমার মনে হয় এগুলো আপনাকে দিয়ে কেউ করাচ্ছে।”

শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিয়ো বার্তায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভোট চান অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানান, তাঁর সঙ্গে দাদা-বোনের সম্পর্ক অগ্নিমিত্রার। কোনও স্বার্থ ছাড়াই বছরের পর বছর, প্রতি দিন তাঁর খোঁজ নেন অগ্নিমিত্রা। জানিয়েছেন, তাঁর সমস্ত পোশাকের ডিজাইনও করে দেন। এ সবের সঙ্গেই তিনি বলেছেন, ‘‘অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ওঁর কোনও অর্থের প্রয়োজন নেই। ও মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি ও সুখে, দুঃখে সব সময় পাশে থাকবে।’’ মিঠুন আরও বললেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version