Sunday, May 4, 2025

সুখবর। বাবা-মা হলেন কমেডি কুইন ভারতী সিং ( Bharti Singh) এবং হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiaa)। এতদিন ভারতী ছিলেন কমেডি কুইন। এবার দায়িত্বশীল মায়ের ভূমিকায় তাঁর নতুন পথ চলা শুরু হল। সম্প্রতি তিনি জন্ম দিয়েছেন একটি ফুটফুটে পুত্রসন্তানের (Baby Boy)।

কয়েকদিন আগেই ভারতীর সন্তানকে নিয়ে ভুয়ো খবর রটেছিল সোশ্যাল মিডিয়ায়। একটি ছবি ভাইরাল হয় যেখানে ভারতীকে দেখা যায় দুটো যমজ সদ্যজাতকে নিয়ে। এখানেই শেষ নয় এটাও রটে যায় ভারতী জন্ম দিয়েছে কন্যা সন্তানের। যদিও এই খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সেই খবরে বিশ্বাস না করতে ভারতী তাঁর ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সুখবরটা তিনি এবং হর্ষ একসঙ্গে তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীর কোল আলো করে জন্ম নিল পুত্রসন্তান।

হর্ষ তাঁর ইনস্টাগ্রাম(Instagram) পোস্টের মাধ্যমে ফলোয়ার্সদের দিলেন এই সুখবর। দিনকয়েক আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় একটা ফটোশ্যুট করেছিলেন ভারতী এবং হর্ষ। সেই ফটোশ্যুটের ছবি শেয়ার করেই তিনি জানান তাঁদের ছেলে হয়েছে।

ইনস্টাগ্রামে এই পোস্ট দেওয়ার পরেই ভারতী এবং হর্ষকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী এবং অনুরাগীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতী তাঁর আসন্ন সন্তান জন্মানোর আনন্দকে ভাগ করে নিতে গিয়ে বলেছিলেন, যে সন্তানকে নিয়ে তাঁদের অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। যা তাঁরা সবসময় নিজেদের মধ্যে কথা বলেই ঠিক করবেন। এটাও বলেন, তাঁর বিশ্বাস তাঁদের সন্তানও তাঁদের মতোই মজার এবং খুব ভাল মানুষ হবেন। গতবছর ভারতী তাঁর প্রেগনেন্সির কথা ঘোষণা করেছিলেন। তারপর একদিনও কাজ বন্ধ রাখেননি। সেই অবস্থায় সাফল্যের সঙ্গে নিজের কর্মজগতের দায়িত্ব পালন করে গেছেন। ভারতী এবং হর্ষকে সম্প্রতি দেখা যাচ্ছিল ‘হুনারবাজের’ সেটে। এই কাজ করতে করতেই ব্রেক নিলেন। অনুরাগীরা অপেক্ষার অবসান ঘটিয়ে আবার মাতৃত্বের প্রাথমিক ধাপ সামলে আবার কাজের জগতে ফিরবেন এমনটাই আশা করছে সবাই।

আরও পড়ুন- Sourav Ganguly: ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়েই ভরসা মহারাজের

Related articles

জেলেই চিন্ময়! অনির্দিষ্টকালের জন্য় পিছোলো জামিন শুনানি

বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে রেখেই কী সংখ্যালঘু প্রতিবাদীদের বার্তা দিতে চাইছে মহম্মদ ইউনূস প্রশাসন, রবিবার সেই...

কার থেকে কয়লার টাকা তোলেন অর্জুন সিং! মুখোশ খোলার হুঁশিয়ারি দিলীপের

কয়লা থেকে টাকা তোলার অভিযোগে বিরোধী দলনেতা নিত্যদিন সরব হয়েছেন। বিজেপি নেতা নেত্রীরা পশ্চিম বর্ধমান জেলায় বারবার এই...

সোমে দু দিনের মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সভা সুতিতে 

দিঘা সফরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য এবার মুর্শিদাবাদ। দু-দিনের সফরে সোমবার তিনি মুর্শিদাবাদে যাচ্ছেন। ওইদিন তিনি প্রথমে...

ইডেনে রাসেল ঝড়, ক্যারিবিয়ান তারকার মুকুটে নয়া পালক

ইডেন থেকেই সমস্ত সমালোচনার জবাব দিলেন আন্দ্রে রাসেল(Andre Russell)। নাইট রাইডার্সের(KKR) জার্সিতে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে(ipl) ২৫০০ রান...
Exit mobile version