Entertainment: অস্কারের পর গ্র্যামির স্মৃতিচারণার তালিকায় নেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নাম

এর আগে ৯৪ তম অস্কার' ইন মেমোরিয়াম '- এ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কোনও উল্লেখ ছিল না।

প্রতিবছর গ্র্যামি অ্যাওয়ার্ডের ‘ইন মেমোরিয়াম'( In Memorium) বিভাগে সেই বছরের পরলোকগত তারকাদের স্মৃতিচারণা করা হয়। গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২২ ( The Grammy Award 2022 ) সেই ইন মেমোরিয়াম সেকশন থেকে বাদ গেলেন কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর( Lata Mangeshkar)। তাকে শ্রদ্ধার্ঘ্য জানানো হল না লাস ভেগাসে রবিবার রাতে আয়োজিত সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে । সদ্য প্রয়াত হয়েছেন লতা মঙ্গেশকর। সঙ্গীত জগতে তাঁর অবদান অনস্বীকার্য। চলতি বছর ৮ ই জানুয়ারি তাঁর করোনায় আক্রান্ত হবার খবর প্রকাশ্যে আসে। মুম্বই( Mumbai) এর ব্রিচক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৬ ফেব্রুয়ারি, ৯২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ৯৪ তম অস্কার’ ইন মেমোরিয়াম ‘- এ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কোনও উল্লেখ ছিল না। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় শ্রোতা এবং তাঁর লক্ষ লক্ষ অনুরাগীরা। প্রায় ছয় এবং সাতের দশকেরও বেশি সময় ধরে প্লে ব্যাক করেছেন তিনি। তাঁকে কেন শ্রদ্ধা জানানো হল না গ্র্যামির মঞ্চে এই নিয়ে নেটিজেনরা বেশ সরব। তাঁদের মতে লতা মঙ্গেশকর দেশের তথা পৃথিবীর সম্পদ। ১৯৫০ সাল থেকে তাঁর কন্ঠে মুগ্ধ আমজনতা। ৩৬ টি ভাষায় প্রায় ৫০ হাজারেরও বেশি গান তিনি গেয়েছেন। যা আজও অম্লান । ভারতের সর্বোচ্চ ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। তাঁকে গ্র্যামির মঞ্চে ভুলে যাওয়া বা বাদ দেওয়া বিষয়টাকে লজ্জ্বাজনক আখ্যা দেওয়া হয়েছে। পরে নাকি ওয়েবসাইটে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় এতে আরও ক্ষীপ্ত হয়ে ওঠেন ভারতীয়দের একাংশ।

Previous articleক্ষত সারিয়ে বড় উত্থান শেয়ার বাজারের, ১৩৩৫ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের
Next articleদেশের অবস্থায় উদ্বিগ্ন জয়বার্ধনে-সাঙ্গাকারা-মালিঙ্গা, ভারতে বসে আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায়