Wednesday, November 19, 2025

অষ্টম শ্রেণির এক ছাত্রের যৌনাঙ্গে আঘাতের অভিযোগ। অচৈতন্য ছাত্র ভর্তি এসএসকেএম হাসপাতালে। উস্থি গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ মিশনে(Malancha Mission) ঘটেছে ঘটনাটি। রবিবার রাতে আলমপুরের (Alampur)বাসিন্দা আবিদুর রহমান লস্করের পরিবারের কাছে রাত দেড়টা নাগাদ মিশন কর্তৃপক্ষের তরফে ফোন করে জানানো হয় তাদের ছেলে একটি বেসরকারি হাসপাতলে ভর্তি রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে আসে। সেখান থেকে তাকে ডায়মন্ডহারবার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে কলকাতার এসএসকেএম (SSKM)হাসপাতালে স্থানান্তরিত করা হয় আবিদুরকে।

ছাত্রের দাদু জানিয়েছেন, ‘নাতির অবস্থা সঙ্কটজনক বলে ডাক্তাররা জানিয়েছেন। প্রেশার অত্যন্ত কম, রক্ত দেওয়া হচ্ছে। মিশনের ভেতরে যদি একজন ছাত্রের নিরাপত্তা না থাকে তাহলে তো যেকোনো সময় অন্যান্য ছাত্রদেরও জীবনহানি হতে পারে। বাইরে থেকে কোন লোক আবাসনের ঘরের ভিতরে ঢুকে এই কাজ করতে পারে বলে তো মনে হচ্ছে না।’

আবিদুর রহমান সপ্তম শ্রেনীতে ভর্তি হয় মালঞ্চ মিশনে। কুড়িজন অষ্টম শ্রেনীর পড়ুয়াদের সঙ্গে সেখানেই থাকতো আবিদুর। গলা সহ শরীরের বিভিন্ন জায়গাতে দাগ রয়েছে বলেও অভিযোগ পরিবারের। মিশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে ছাত্রের পরিবার। পাশাপাশি ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায় আবিদুর রহমানের পরিবার। ঘটনায় উস্থি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রের পরিবার। নিদিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। মিশনের প্রধান শিক্ষক আবুলবাসার হালদার বলেন, ‘কারা এই ঘটনা ঘটলো তা জানতে মিশনের পক্ষ থেকে তদন্ত চালাচ্ছি। আসল অপরাধীদের গ্রেফতার করা হোক।’

ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের দাবি, আবাসিক ভবনের চারপাশ লোহার গ্রিল দিয়ে ঘেরা। রাতে নির্দিষ্ট সময়ে নিচের গেট বন্ধ করে দেওয়া হয়। ঐদিন গেট বন্ধ ছিল বলে মিশন কর্তৃপক্ষের দাবি।  আততায়ীরা যদি বাইরে থেকে আসত তাহলে গেটের তালা ভাঙা বা কাটা থাকতো, কিন্তু তা ছিল না।

Related articles

নীতীশ কুমারের নামেই সিলমোহর, আগামিকালই দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ

নীতীশ কুমারের নামেই সিলমোহর। তাঁকেই বিহার বিধানসভায় (Bihar Assembly) NDA-র নেতা হিসেবে বেছে নেওয়া হল বুধবার। বিকেলে রাজভবনে...

মাদ্রাসা নিয়োগে রাজ্যকে এড়ানো? নথি তলব সুপ্রিম কোর্টের

রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগে পশ্চিমবঙ্গ সরকারকে কীভাবে এড়ানো হল—তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম...

ফুটবল বিশ্বকাপে চমক, নয়া এন্ট্রি দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও-র!

বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা...

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...
Exit mobile version