ইডি-র সমনকে চ্যালেঞ্জ করে অভিষেকের মামলা গৃহীত শীর্ষ আদালতে, আগামী সপ্তাহেই শুনানি

দিল্লিতে ইডি-র তলবকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অভিষেক

দিল্লিতে তলব নিয়ে ইডি-র (ED) এক্তিয়ারকে চ্যালেঞ্জকে করে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দায়ের করা মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দিল্লি হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দু সপ্তাহ আগে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই মামলা গৃহীত হয়েছে। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টে আগামী সপ্তাহে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। আগামী সপ্তাহেই মামলাটির শুনানি। সূত্রের খবর, মঙ্গলবার ইমেল মারফৎ মামলা সংক্রান্ত সব নথি ইডি দফতরে পাঠিয়েছেন অভিষেক।

কলকাতা-দিল্লি বারবার যাতায়াতের অসুবিধার কথা জানিয়ে ইডি-কে কলকাতায় জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছিলেন অভিষেক। ছোট সন্তানকে রেখে দিল্লি যাওয়ার সমস্যার কথা উল্লেখ করে একই আবেদন করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও। ইডি আধিকারিকরা কলকাতায় জিজ্ঞাসাবাদ করলে তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন। দিল্লি (Delhi) হাইকোর্ট (High Court) সে আবেদন নামঞ্জুর করলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন তাঁরা। মঙ্গলবার সেই মামলা গ্রহণের পরে দ্রুত শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।

Previous articleKrunal Pandya: চলতি আইপিএলে কি ভাই হার্দিককে মিস করছেন? কী বললেন দাদা ক্রুনাল?
Next articleKareena Kapoor:নায়িকার ছবি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে চিত্র সাংবাদিক!