Saturday, November 15, 2025

নাম ‘মধুর পঞ্চম সন্তান’! স্কুলে ভর্তি হতে পারল না শিশু

Date:

নাম দিয়ে যায় চেনা। সত্যিই তো নামই আমাদের পরিচিতি। কিন্তু সেই নামেই যদি বিভ্রাট হয় ওলটপালট হয়ে যেতে পারে সবকিছু। স্কুল ভর্তি থেকে অফিসের চাকরি, ব্যাঙ্কের কাজ সব কিছুই মূহুর্তে স্তব্ধ হয়ে যেতে পারে। এমনটাই ঘটল উত্তরপ্রদেশের (UP) বাসিন্দা দীনেশের মেয়ে আরতির ক্ষেত্রে। আধার কার্ডের (Adhaar Card) নামের ভুলে আরতির স্কুল ভর্তি হওয়া হল না।

আধার কার্ডের নাম বিভ্রাট নতুন কোনও ঘটনা নয়। এর আগেও বহুবার বহুজনের আধার কার্ডের নাম ভুল নিয়ে শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়া উত্তাল হয়েছে, হেসে কুল পায়নি নেটিজেনরা, ব্যঙ্গ , বিদ্রুপ সবকিছুই হয়েছে। ‘তারক পাল’ আধার কার্ডে হয়েছেন ‘তার কপাল’। আধার কার্ডে বাবা-ছেলে, স্বামী-স্ত্রী-র নামের ওলটপালটের ঘটনা তো প্রায়ই শোনা যায়। সেই ভুল নামের গেরোয় পড়ে ল্যাজেগোবরে হতে হয়েছে অনেককে। কারণ আধার কার্ডের ভুল সংশোধনী খুব সহজ বিষয় নয়, অনেক হ্যাপা পোহাতে হয় তবেই সেই সংশোধন সম্ভব। এরকম গাফিলতি বার বার হওয়া সত্বেও সমাধান সূত্র কিছু বেরয়নি।

এবার সেই ভুলের খপ্পরে পড়ল আরতি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাদাউনের বিলসি তহসিলের রায়পুর গ্রামে। এই গ্রামের বাসিন্দা দীনেশ এবং মধু তাঁদের মেয়ে আরতিকে নিয়ে এসছিল প্রাথমিক বিদ্যালয় ভর্তি করতে। ভর্তির সময় নিয়মমাফিক আধার কার্ড চাওয়া হয়েছিল আরতির বাবা মায়ের কাছে। সেই আধার কার্ড দেখে রায়পুরের শিক্ষিকার চক্ষু চড়কগাছ। সেখানে তার নামের পরিবর্তে লেখা রয়েছে ‘মধু কা পাঁচওয়া বাচ্চা’ অর্থাৎ ‘মধুর পঞ্চম সন্তান’। এই আধার কার্ড জমা নেওয়া সম্ভব নয়। সুতরাং দীনেশের মেয়েকে স্কুলে ভর্তি করাও সম্ভব নয় জানিয়ে দিলেন শিক্ষিকা একতা ভার্সনে। দীনেশকে কার্ড ঠিক করিয়ে আবার আসতে বলেন তিনি। এরপর শিক্ষিকারাই সোশ্যাল মিডিয়াতে এই বিষয় জনগণকে সতর্ক করেন। বাদাউনের জেলাশাসক দীপা রঞ্জন এই বিষয় জানিয়েছেন ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে আধার কার্ড তৈরি হয়। গাফিলতির কারণেই এই বিভ্রাট ঘটেছে বলে তিনি জানান। সেই সঙ্গে আশ্বাস দেন দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি দেওয়া হবে সেই ব্যক্তিকে যাঁর বা যাঁদের কারণে এই বিভ্রাট।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version