দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল পুরীর(Puri) জগন্নাথ মন্দিরে(Jagannath Temple)। দুষ্কৃতী হামলার জেরে জগন্নাথের রান্নাঘরের ৪০টি ‘চুল্লা’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। জগন্নাথের ৫৬ ভোগ রান্না হয় এই ঘরটিতে। সেখানে এহেন দুষ্কৃতী হামলার ঘটনা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশা সরকার(Odisha Govt)। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

জানা গিয়েছে, মন্দিরের যে অংশে এই হামলার ঘটনা ঘটেছে সেখানে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পুরীর কালেক্টর সমরনাথ ভার্মা (Samarnath Varma) এপ্রসঙ্গে সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তা জানতে জোড়া তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের ক্লোজ সার্কিট টেলিভিশনগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে কোনও এক বা একাধিক দুষ্কৃতী এর সঙ্গে জড়িতে কিনা। তবে এর জন্য দৈনন্দিন পুজোআচ্চায় কোনও ক্ষতি হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ওই উনুনগুলির আংশিক ক্ষতি হয়েছে।

আরও পড়ুন:রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি ছুঁল ডিজেল, ১৪ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির

উল্লেখ্য, দ্বাদশ শতাব্দীতে নির্মিত জগন্নাথ মন্দিরে (Puri’s Jagannatha Temple) সবশুদ্ধ ২৪০টি ‘চুল্লা’ বা উনুন রয়েছে। পাঁচশোর বেশি সেবায়েতরা এখানে রান্না তথা ‘সুয়ারা’ করেন। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ভোগ প্রস্তুত করা হয় এখানে। সব মিলিয়ে ১৫ হাজার বর্গ ফুট এলাকা বিস্তৃত এই রান্নাঘরে রয়েছে বড় বড় হল যেগুলোর উচ্চতা ২০ ফুট। ৪ ফুট দীর্ঘ উনুনগুলি এমন ভাবে প্রস্তুত, যার ফলে দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই উনুনে নির্মিত ভোগ গ্রহণ করেন। উৎসবের সময়ে সেই সংখ্যা আরও বাড়ে।
