পাটরা চাওল জমি দুর্নীতি মামলায় সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

পাটরা চাওল(Patra Chawla) জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার সঞ্জয় রাউতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। এই মামলায় তদন্তকারী সংস্থার তরফে সঞ্জয় রাউতের (Sanjay Raut) আলিবাবায় অবস্থিত ৮টি ফ্ল্যাট এবং দাদরে অবস্থিত আরও একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ১,০৩৪ কোটি টাকার পাটরা চাওল জমি দুর্নীতি মামলায় তদন্তের খাতিরে এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য এই মামলায় গত ফেব্রুয়ারি মাসে সঞ্জয় রাউত ঘনিষ্ঠ ব্যবসায়ী প্রবীণ রাউতকে গ্রেপ্তার করা হয় এবং চার্জশিটও দাখিল করা হয়। সেই মামলা তদন্তে নেমে এবার সঞ্জয় রাউতের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যদিও এই গোটা ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে শিবসেনা। সম্পত্তি বাজেয়াপ্তের পর টুইট করে সঞ্জয় রাউত লিখেছেন, “অসত্যমেব জয়তে”।