Tuesday, November 11, 2025

ব্যাপক মূল্যবৃদ্ধি: কেন্দ্রকে তোপ মমতার, মানুষকে সুবিধা দিতে ‘সুফল বাংলায়’ জোর

Date:

লাগাতার মূল্যবৃদ্ধির নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই বৈঠকে মূল্যবৃদ্ধি থেকে মানুষকে রেহাই দিতে সুফল বাংলায়(Sufal Bangla) জোর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী(Chief Minister)। পাশাপাশি ব্যাপক মূল্যবৃদ্ধিতেও কেন্দ্রের উদাসীনতায় মোদি সরকারকে একহাত নিলেন তিনি।

ব্যাপক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তুলোধোনা করে মুখ্যমন্ত্রী বলেন, “লাগাতার মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৫ রাজ্য জয়ের পর রিটার্ন গিফট দিয়েছে বিজেপি। ১৭ দিনের ১৪ বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। অথচ মূল্যবৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার কিছু করছে না।” এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে কিছুটা রেহাই দিতে সুফল বাংলায় জোর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাম নিয়ন্ত্রণে বাজারে নজরদারি বাড়াতে হবে বলেও জানিয়ে দেন তিনি।

আরও পড়ুন:ব্যাপক মূল্যবৃদ্ধি: রাজ্যবাসীকে স্বস্তি দিতে নবান্নের বৈঠকে যা বললেন মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির আগুন থেকে রাজ্যবাসীকে স্বস্তি দিতে সুফল বাংলাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের সুফল বাংলা স্টল চালু আছে। বাজার দরের থেকে কম দামে সবজি ফল বিক্রি হচ্ছে সুফল বাংলায়। বর্তমানে রাজ্যে ৩৩২টি সুফল বাংলা স্টল রয়েছে। ৩৩২টি থেকে বাড়িয়ে ৫০০ সুফল বাংলার স্টল তৈরির করতে হবে। প্রয়োজনে সুফল বাংলা স্টলের সংখ্যা আরও বাড়াতে হবে।” এছাড়াও দাম নিয়ন্ত্রণে আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। একইসঙ্গে ‘সুফল বাংলা’র মোবাইল আউটলেট চালুর কথা বলে মুখ্যমন্ত্রী জানান, কোভিডকালে বসে যাওয়া বাস বা গাড়িতে মোবাইল বাজার করতে হবে।

এছাড়াও পচনশীল খাদ্যবস্তু বহনকারী যানবাহনের উপর থেকে বিধিনিষেধ তুলে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। যার ফলে এখন থেকে ২৪ ঘন্টাই এই সব যানবাহন চলাচল করতে পারবে। শাক, সবজি, মাছ, ডিম, ফল ও ফুল এগুলির পরিবহনের ক্ষেত্রে এই বিধিনিষেধ তুলে মুখ্যমন্ত্রী জানান, “এগুলি সব এসেনশিয়াল কমোডিটিস হিসেবে ট্রিট করতে হবে।”

এদিনেই বৈঠকে সুফল বাংলার মাধ্যমে রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রী এই স্টলে জিনিসপত্রের যে দাম ঠিক করে দেন তা হল,

আলু বাজারে পাওয়া যাচ্ছে ২২ টাকায়, এখন তা ১৮ টাকা কেজি।
নাসিকের পিঁয়াজ ২২ টাকা, সুফল বাংলায় পাওয়া যাবে ২০ টাকা কেজিতে।
সুখসাগর পিঁয়াজ বাজারে ২০ টাকা কেজি, সেটা মিলবে ১৫ টাকা কেজিতে।
কলা ডজনপ্রতি ২৫ টাকায় মিলবে, বাজারে ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যায়।
সুফল বাংলায় তরমুজ ২৫ টাকা কেজিতে পাওয়া যাবে।
লাউ এখন ৩৫ টাকার বদলে ২২ টাকায় পাওয়া যাবে।
ফুলকপি ৩৫ টাকা থেকে ২২ টাকায় পাওয়া যাবে।
আদা-রসুন কেজিপ্রতি ১০ টাকা কমে পাওয়া যাবে বাজারের তুলনায়।
সকাল ৮টা থেকে ১১ টা বিকেল ৩ টে থেকে ৭ টা পর্যন্ত খোলা থাকবে সুফল বাংলার স্টল।

Related articles

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...
Exit mobile version