অস্কার মঞ্চে চড় সঞ্চালককে, ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

অস্কারের মঞ্চে ঊঠে সঞ্চালক ও কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারার নিদারুণ মূল্য দিতে হল অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ী অভিনেতা উইল স্মিথকে । চড় মারার দায়ে স্মিথকে ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল। ‘অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ সংস্থা অস্কার পুরস্কারের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠক হয়। যদিও স্মিথ ওই ঘটনার পরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। অস্কারের মত একটি আন্তর্জাতিক মঞ্চে সকলের সামনে স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে সঞ্চালকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি স্মিথ। তার প্রতিবাদ করতে গিয়েই অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন তিনি। সে ঘটনার কথা একাধিকবার উল্লেখ করে অস্কার কর্তৃপক্ষের কাছেও ক্ষমা চেয়েছিলেন তিনি। তবু অস্কার কমিটি কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল স্মিথকে । ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হল তাকে।

 

Previous articleসংক্রমণ ফের বাড়ছে, দিল্লি-সহ ৫ রাজ্যকে চিঠি কেন্দ্রের
Next articleস্কুলবাস উধাও কাণ্ডে এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর