IPL: পাঞ্জাবের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস, পরপর দুই ছক্কা হাকিয়ে কী বলছেন রাহুল?

এই ব‍্যাটিং করতেই রাহুল ভাগ বসালেন মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বে।

0
1

শুক্রবার রাতে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে দুরন্ত জয় পায় গুজরাত টাইটান্স (Gujrat Titans) । পাঞ্জাবকে ৬ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ার ( Hardik Pandya) দল। সৌজন্যে রাহুল তেওয়াটিয়ার(Rahul Tewatia)দুরন্ত ইনিংস। গুজরাতের জেতার জন্য শেষ দু’বলে দরকার ছিল ১২ রান। আর সেটাই করেন তিনি। তিন বলে ১৩ রান করেন রাহুল। আর এই ব‍্যাটিং করতেই রাহুল ভাগ বসালেন মহেন্দ্র সিং ধোনির কৃতিত্বে। রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে ধোনি কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে শেষ দু’বলে ছয় মেরে ম্যাচ জিতিয়েছিলেন। আর শুক্রবার রাতে সেরকমই কান্ড ঘটালেন রাহুল।

এই ম‍্যাচ জেতানো দুরন্ত ইনিংস নিয়ে রাহুল বলেন,” ম্যাচ জিতলে সব সময়ই ভাল অনুভূতি হয়। বেশি ভাবার জায়গা ছিল না। শেষ দু’বলে আমাদের সামনে ছয় মারা ছাড়া উপায় ছিল না। আর আমি সেটাই করেছি। মানসিক ভাবে প্রস্তুত ছিলাম এবং ব্যাট চালাই। নিজের ভাবনা বাস্তবায়িত করতে পারায় ভাল লাগছে।”

এই জয়ের পিছনে দলকেও কৃতিত্ব দিচ্ছেন রাহুল। তিনি বলেন,”আমাদের সাজঘরের পরিবেশ বেশ ঠান্ডা। আমাদের দলে সবাই দুর্দান্ত কাজ করছেন। আমাদের বলা হয়েছে শুধু পরিকল্পনা বাস্তবায়িত করতে। দল থেকে ভাল সমর্থন পাচ্ছি।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস