Monday, August 25, 2025

বগটুইয়ে অগ্নিকাণ্ড ও ৮ মৃত্যুর ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার হওয়া ওই অভিযুক্তের নাম সমীর শেখ(Samir shekh)। গ্রেফতারের পর সে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভরতি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজে(Rampurhat Medical College)। সব মিলিয়ে এই ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করল সিবিআই(CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করার পর এই ঘটনায় সমীরের যোগ পান তদন্তকারীরা। যার জেরেই এদিন গ্রেফতার(Arrest) করা হয় তাকে।

উল্লেখ্য, এই ঘটনায় এর আগে যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল তারা প্রত্যেকে লালন শেখ ঘনিষ্ঠ। এবং তারা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত। ঘটনার পর পালিয়ে গিয়ে মুম্বইয়ে লুকিয়ে ছিল তারা। সেই তালিকায় যোগ হল আরও এক নাম। প্রসঙ্গত, ২১ মার্চ, সোমবার সন্ধেয় বীরভূমের বগটুই মোড়ে খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তাঁর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে বগটুই গ্রামের পূর্বপাড়ায় তাণ্ডব চালায় একদল যুবক। আগুন ধরিয়ে দেওয়া হয় কয়েকটি বাড়িতে। সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের৷ নিহতদের অধিকাংশ মহিলা ও শিশু৷ পরে আরও একজনের মৃত্যু হয় রামপুরহাট হাসপাতালে। বগটুইকাণ্ডে প্রথমে সিট এই ঘটনার তদন্তে নেমে রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন সহ ২৩ জনকে গ্রেফতার করে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে পায় সিবিআই। জেরা করা হয় অভিযুক্তদের। তাদের জেরা করেই একে একে আরও ৫ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version