Friday, November 14, 2025

ফের দেশের সেরা বাংলা: ১০০ দিনের কাজে কর্মসংস্থানে প্রথম রাজ্য

Date:

ফের রাজ্য সরকারের (Government of West Bengal) সাফল্যের মুকুটে নয়া পালক। টোটাল পারসনস ওয়ার্কড (Total Persons Worked) -এর নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বাংলা (West Bengal)। অর্থাৎ ২০২১-২২ আর্থিক বছরে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে এ রাজ্যে; সংখ্যাটা ১.১ কোটি।

সাম্প্রতিক কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, MGNREGA-এর মাধ্যমে রাজ্য সরকার ১,১১,২১,৮৭৪জন মানুষের কর্মসংস্থান করেছে। ‘ডবল ইঞ্জিন সরকারের’ উত্তর প্রদেশ (UP), গুজরাট(Gujrat), ত্রিপুরা(Tripura)-সহ অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে প্রথম হয়েছে তৃণমূলশাসিত বাংলা।

শুধু তাই নয়, ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরিতেও ২০২১-২২ সালে ভারতের সব রাজ্যের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরি হয়েছে ৩৬.৪কোটি তৈরি হয়েছে বাংলায়।অথচ বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা চলেছেই।  মার্চ পর্যন্ত ২,৮৭৬ কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা বাকি রয়েছে রাজ্যের।

বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন শিল্প স্থাপন করে তাতে কর্মসংস্থানের পাশাপাশি ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে যাতে বেশি পরিমাণ কর্মসংস্থান হয়, সেদিকে কড়া নজর রেখেছেন তিনি। করোনাকালে দেশে যখন বেকারত্বের হার বেড়েছে, তখন বাংলায় বেকারত্বের হার কমে গিয়েছে। কর্মসংস্থান বেড়েছে কয়েক গুণ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকারের ধুঁয়ো তোলে গেরুয়া শিবির, সেসব জায়গায় বেকারত্বের হার বাংলার থেকে বহুগুণ বেশি। এটা শুধু তৃণমূল সরকারের দাবি নয়, কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হল। কিন্তু তা সত্ত্বেও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। বিভিন্ন খাতে এখনও এ রাজ্যের পাওনা বকেয়া রেখেছে মোদি সরকার।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version