Monday, May 5, 2025

ইমরানের ভবিষ্যত কী হবে সেনিয়ে পাক রাজনৈতিক মহলে জোর জল্পনা। নওয়াজ শরিফের পরিবার ইমরানের প্রধানমন্ত্রীত্বকালে বারবার হেনস্থার মুখে পড়েছে। নওয়াজ শরিফের স্ত্রীর মৃত্যুও খুবই দুঃখজনকভাবে ঘটে। ফলে ইমরানের বিরুদ্ধে শরিফ পরিবারের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। সেই শরিফ পরিবারের শাহবাজ শরিফ ১১ তারিখ সম্ভবত প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন। এখন শাহবাজ ইমরানের বিরুদ্ধে কীভাবে প্রতিশোধ নেন , সেটাই এখন আলোচনার বিষয়।

আরও পড়ুন:পাকিস্তানে চূড়ান্ত নাটক মধ্যরাতে! আস্থা ভোটে হার ইমরানের

প্রাক্তন শাসকদের বিরুদ্ধে পাকিস্তানের বর্তমান শাসকরা সবসময় খড়্গহস্ত । প্রতিশোধ মেটানো হয়েছে নানাভাবে। বেনজির ভুট্টো, পারভেজ মুশারফ, নাওয়াজ শরিফ সকলেই নানাভাবে নাস্তানাবুদ হয়েছেন। ইমরানও জানেন না ১১ এপ্রিলের পর তাঁর জন্য কী অপেক্ষা করছে। এই কারণে আস্থা ভোটের আগে ইমরান শর্ত রেখেছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বা তাঁকে গ্রেফতারও করা যাবে না। কিন্তু ইমরান নিজেও জানেন পাকিস্তানে এই সমস্ত শর্ত সোনার পাথর বাটি মাত্র।

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান।তাঁর বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। এরপরই পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কে এগিয়ে, সেইদিকেই সকলের নজর। রাজনৈতিক মহলের মতে প্রাক্তন বিরোধী দলনেতা শাহবাজ শরিফই হবেন পরবর্তী পাক প্রধানমন্ত্রী। কে এই শাহবাজ শরিফ? পুরো নাম মিয়া মহম্মদ শাহবাজ শরিফ। ১৯৫০ সালে লাহোরের একটি ব্যবসায়ী পরিবারে জন্ম। কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা মুসলিম লিগের জনপ্রিয় নেতা নওয়াজ শরিফের ভাই। যেদিন থেকে ইমরানের গদি টলমল করা শুরু হয়েছিল, সেদিন থেকেই পরবর্তী পাক প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের নাম উঠে আসে।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version