বন্ধুদের সঙ্গে পুরী বেড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্য হল বাগুইঅটির যুবকের। যুবকের নাম চয়ন সরকার। কয়েকজন বন্ধুর সঙ্গে গত ৬ এপ্রিল পুরী পৌঁছন চয়ন। অর তার পরের দিনই হোটেলের ব্যালকনি থেকে চয়ন পড়ে গিয়ে মারা যান বলে জানা গিয়েছে। বাড়িতে খবর আসা মাত্রই চয়নের বাবা পুরী পৌঁছে যান। ওড়িশা সি বিচ থানার পুলিশ চয়নকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা চয়নকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওড়িশা সি বিচ থানায় চয়নের বন্ধুদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করতে গিয়ে তথ্য সংগ্রহের প্রয়োজনে সি বিচ থানার পুলিশ কলকাতায় আসে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। যে গাড়িতে করে চয়ন ও তার বন্ধুরা পুরী গিয়েছিলেন সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটির চালক অরিজিৎ নন্দীকে গ্রেফতার করা হয়েছে। চয়নের বন্ধুদের খোঁজ করছে পুলিশ।