Saturday, May 3, 2025

‘রেফার’ আর ‘লামা’-র আক্রান্ত রাজ্যের হাসপাতাল , কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

‘রেফার’ রোগ বেড়েছে রাজ্যে। সমস্ত সীমা ছাড়িয়েছে। এক শ্রেণির চিকিৎসক হাসপাতালকে উপেক্ষা করে ব্যক্তিগত কাজ করছেন। ফলে চিকিৎসকের অভাবে রেফার রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। রাজ্য সরকার এই পরিস্থিতির উপর লাগাম টানতে বদ্ধপরিকর। চিকিৎসকরা যাতে রস্টার মেনে চলেন, তার দায়িত্ব দেওয়া হল হাসপাতাল সুপারদের। কোনও অনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা।

আরও পড়ুন:Sitalkuchi: শীতলকুচি হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে শহিদ দিবস পালন তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রেফার রোগে বিরক্ত। তাঁর নির্দেশে কড়া মনোভাব নিয়ে কাজে নেমেছে স্বাস্থ্যভবন। ইতিমধ্যে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতাল সুপারের কাছে লিখিত বার্তা গিয়েছে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, গাফিলতি প্রমাণিত হলে কড়া পদক্ষেপ হবে। নির্দিষ্ট করে বলা হয়েছে-

১)রেফার একান্তই অবশ্যম্ভাবী হলে তার দায়িত্ব নিতে হবে সুপারকে।
২) রোগীকে একের পর এক হাসপাতাল ঘুরতে হলে তার দায় সুপারের।
৩)অনেক হাসপাতালে ইমার্জেন্সি থেকে রেফার করা হচ্ছে কোনও রেকর্ড না রেখে। ধরা পড়লে কড়া ব্যবস্থা ।
৪) মেডিক্যাল কলেজগুলিও একান্ত প্রয়োজন ছাড়া রেফার না করে।
৫)হাসপাতাল সুপার চিকিৎসকদের দৈনিক ডিটটি রস্টার টাঙিয়ে দেবেন।লক্ষ্য রাখতে হবে রোগীর পরিবারও যেন তা দেখতে পান।
৬)রস্টার উপেক্ষা করে গরহাজির হলে শোকজ করতে হবে।
৭) অনুমোদনহীন ছুটি মাসে ৭ দিনের বেশি নয়। বেশি হলে বেতন কাটা যাবে।
৮) অনুমোদন ছাড়া ছুটি মিলবে না। সুপার না থাকলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে ।
৯) হাসপাতালে ‘লামা’ অর্থ্যাৎ লিভিং এগেনস্ট মেডিক্যাল অ্যাডভাইস বেড়ে গিয়েছে। রোগীকে ভুল বুঝিয়ে বহু চিকিৎসক এই লামার আড়ালে নিজের নার্সিংহোমে নিয়ে যাচ্ছেন। সুপারদের নির্দেশ কোন চিকিৎসক মাসে ক’টি লামা করছেন, তার তালিকা রাখতে হবে।
১০) রোগীকে কোন নার্সিংহোমে কোন ডাক্তারের অধীনে ভর্তি করা হল, সেই তথ্য রাখতে হবে ।

হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ‘রেফার’ ও ‘লামা’ যথাক্রমে সাত শতাংশ ও তিন শতাংশের নিচে হওয়ার কথা। কিন্তু পরিসংখ্যান বলছে তা অনেক বেশি। এই পরিস্থিতি বন্ধ করতে উদ্যেগী মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে হাসপাতাল ঘুরে ঘুরে ভর্তি না হতে পারার ঘটনা ঘটলেই কড়া পদক্ষেপ। প্রত্যেকটি হাসপাতাল এখন থেকে স্বাস্থ্য কর্তাদের স্ক্যানারে।

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...