ফের দেশের সেরা বাংলা: ১০০ দিনের কাজে কর্মসংস্থানে প্রথম রাজ্য

ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরির ক্ষেত্রেও দেশের মধ্যে দ্বিতীয় পশ্চিমবঙ্গ।

ফের রাজ্য সরকারের (Government of West Bengal) সাফল্যের মুকুটে নয়া পালক। টোটাল পারসনস ওয়ার্কড (Total Persons Worked) -এর নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে প্রথম হয়েছে বাংলা (West Bengal)। অর্থাৎ ২০২১-২২ আর্থিক বছরে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হচ্ছে এ রাজ্যে; সংখ্যাটা ১.১ কোটি।

সাম্প্রতিক কেন্দ্রের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, MGNREGA-এর মাধ্যমে রাজ্য সরকার ১,১১,২১,৮৭৪জন মানুষের কর্মসংস্থান করেছে। ‘ডবল ইঞ্জিন সরকারের’ উত্তর প্রদেশ (UP), গুজরাট(Gujrat), ত্রিপুরা(Tripura)-সহ অন্যান্য রাজ্যকে পিছনে ফেলে দেশের মধ্যে প্রথম হয়েছে তৃণমূলশাসিত বাংলা।

শুধু তাই নয়, ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরিতেও ২০২১-২২ সালে ভারতের সব রাজ্যের মধ্যে বাংলা দ্বিতীয় স্থানে রয়েছে। ব্যক্তির হিসাবে কাজের দিন তৈরি হয়েছে ৩৬.৪কোটি তৈরি হয়েছে বাংলায়।অথচ বাংলার প্রতি কেন্দ্রে বঞ্চনা চলেছেই।  মার্চ পর্যন্ত ২,৮৭৬ কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা বাকি রয়েছে রাজ্যের।

বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে কর্মসংস্থানের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন শিল্প স্থাপন করে তাতে কর্মসংস্থানের পাশাপাশি ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে যাতে বেশি পরিমাণ কর্মসংস্থান হয়, সেদিকে কড়া নজর রেখেছেন তিনি। করোনাকালে দেশে যখন বেকারত্বের হার বেড়েছে, তখন বাংলায় বেকারত্বের হার কমে গিয়েছে। কর্মসংস্থান বেড়েছে কয়েক গুণ। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে ডবল ইঞ্জিন সরকারের ধুঁয়ো তোলে গেরুয়া শিবির, সেসব জায়গায় বেকারত্বের হার বাংলার থেকে বহুগুণ বেশি। এটা শুধু তৃণমূল সরকারের দাবি নয়, কেন্দ্রের প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশিত হল। কিন্তু তা সত্ত্বেও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। বিভিন্ন খাতে এখনও এ রাজ্যের পাওনা বকেয়া রেখেছে মোদি সরকার।

Previous article‘রেফার’ আর ‘লামা’-র আক্রান্ত রাজ্যের হাসপাতাল , কড়া দাওয়াই মুখ্যমন্ত্রীর
Next articleRCB: মুম্বইকে হারিয়ে দলের প্রশংসায় মাতলেন আরসিবি অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি