লক্ষ্য ২০২৪ : সব মন্ত্রকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি , পূর্ণেন্দু রায়:

আর মাত্র দু বছর সময়। তার পরেই ২০২৪-এর মহারণ৷ সেই মহারণের কথা মাথায় রেখে এখন থেকেই তৈরি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর সরকারের তরফে গৃহীত একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করা এবং নতুন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের লক্ষ্যে অবিলম্বে সব কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদিত শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নির্দেশ পেয়ে মাঠে নেমেছেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা। ইতিমধ্যেই সব কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত সচিবদের কাছে তাঁর লেখা চিঠি পৌঁছে গিয়েছে। যেখানে প্রতিটি কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদিত শূন্য পদের তালিকা চেয়ে পাঠানো হয়েছে৷ সরকারি সূত্রের দাবি, তালিকা হাতে পেয়েই প্রয়োজনীয় পদ গুলিতে কর্মী নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

২০২৪ লোকসভা নির্বাচনের আগে দল ও সরকারের জমি মজবুত করার লক্ষ্যে কাজ শুরু করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবার আগে ভাবতে হচ্ছে তাঁর ঘোষিত কেন্দ্রীয় প্রকল্পগুলির বাকি থাকা কাজ শেষ করার কথা৷ যথাসময়ে এই কাজ শেষ না হলে বিরোধী শিবির যে তাকে নিশানা করবে এবং তিনি দেশের আমজনতার সামনে প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে চিহ্নিত হবেন, সেই দুশ্চিন্তাও আছে প্রধানমন্ত্রীর৷ এই কাজ শেষ করতে গেলে প্রয়োজন লোকবল৷ এমন বহু কেন্দ্রীয় মন্ত্রক আছে, যেখানে বছরের পর বছর ধরে শূন্যপদ খালি পড়ে আছে৷ কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে এগোতে গিয়ে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন কেন্দ্রীয় মন্ত্রক গুলির শূন্য পদে দ্রুত নিয়োগ না করলে সামনে এগোনো যাবে না৷ ফলে কেন্দ্রীয় প্রকল্পের ঘোষিত সময়ের মধ্যে সেগুলিকে শেষ করাও দুষ্কর হয়ে উঠবে৷ এমন ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী৷

উল্লেখ্য, এই প্রসঙ্গে দিল্লিতে বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকার ও দলের তরফে ভিন্ন নীতি গ্রহণ করতে পারেন। যেখানে ‘সব কা সাথ বিকাশ ‘ মন্ত্রের সার্থক রূপায়নের লক্ষ্যে নতুন করে ঘোষণা করা হতে পারে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্প৷ সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রকের লোকবল না থাকলে সরকারের সমস্যা বাড়বে বই কমবে না৷ ২৪-র লোকসভা নির্বাচনে নির্ণায়ক ভোটব্যাঙ্কের কথা ভেবেই দু বছর আগে থেকে ঘর গুছোতে চাইছেন প্রধানমন্ত্রী, দাবি করা হয়েছে গেরুয়া শিবির সূত্রে৷

 

 

Previous articleGroup-D নিয়োগ দুর্নীতি মামলা: বিস্ফোরক রিপোর্ট রঞ্জিত বাগের তদন্ত কমিটির
Next articleবাংলাকে নিয়ে গর্ব করুন: অত্যাধুনিক বিশ্ববাংলা মেলা প্রাঙ্গন উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর