Tuesday, August 26, 2025

চ‍্যাহেল ঘটনায় নতুন মোড়, ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি ক্লাব

Date:

ভারতীয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহালের (Yuzvendra Chahal) সেই বিস্ফোরক মন্তব্যের প্রকাশের পর থেকেই উত্তাল হয়ে ওঠে ক্রিকেট ( Cricket) বিশ্ব। এবার সেই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হবে জেমস ফ্র্যাঙ্কলিনকে (James Franklin)। এক অনুষ্ঠানে চ‍্যাহাল জানান, ২০১১ সালে মুম্বই চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফাইনালের রাতে তাঁকে মুখে সেলোটেপ লাগিয়ে একটি ঘরে বেঁধে রেখে গিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন। এ বার সেই ঘটনা নিয়ে ফ্র্যাঙ্কলিনকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ডারহাম কাউন্টি। ফ্র্যাঙ্কলিন এই মুহূর্তে ডারহামের কোচ। কাউন্টি দল ডারহাম বলেছে যে তারা তাদের প্রধান কোচ জেমস ফ্র্যাঙ্কলিনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগের বিষয়ে প্রাক্তন ফাস্ট বোলারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবে।

এদিন দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে যে, “২০১১-র একটি ঘটনায় আমাদের দলের এক কোচিং স্টাফের নাম যে ভাবে জড়িয়ে গিয়েছে সে ব্যাপারে আমরা জানি। কর্মীদের নিয়ে যে কোনও বিষয়ের ক্ষেত্রেই যেটা করা হয়, সে ভাবেই ক্লাবের তরফে ব্যক্তিগত ভাবে সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে কথা বলা হবে এবং জানার চেষ্টা করা হবে আদৌ ওই ঘটনায় তাঁর কোনও ভূমিকা ছিল কিনা।”

চ‍্যাহাল সেই ঘটনা নিয়ে বলেন যে, “গোটা রাত রুমে একা ফেলে রাখা হয়েছিল আমাকে। তারা দুজনেই টেপ দিয়ে তার মুখ বন্ধ করেছিলেন এবং তাকে রাতের জন্য ঘরে একা রেখেছিলেন। ফ্র্যাঙ্কলিন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের একটি অংশ ছিলেন। তিনি ২০১৯ সালের শুরুর দিকে ডারহামের কোচ নিযুক্ত হন।

আরও পড়ুন:Commonwealth Games: ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version