Tuesday, August 26, 2025

কথায় আছে রসনায় পূর্ণ হয় অর্ধেক বাসনা। সারাদিনের লড়াই শুধুই তো দুমুঠো খাবারের জন্য। এবার সেই খাবার পরিবেশনে যদি থাকে চমক (Surprise) আর অভিনবত্ব তাহলে পেটের পাশাপাশি মনও বেশ ভালো থাকে। ঠিক এই ভাবনা থেকেই ‘ট্রেনিয়ান এক্সপ্রেস’(Trainian Express)। না ট্রেন নয় তবে ভোজনরসিকদের বড্ড প্রিয় ডেস্টিনেশন (Destination) বটে। সুরাটের (Surat) এই রেস্তরাঁয় (Restaurant) খাবার আসে টয় ট্রেনে(Toy Train), ভাবা যায়!

সুরাটের এই অভিনব রেস্তরাঁর নাম ‘ট্রেনিয়ান এক্সপ্রেস’(Trainian Express)।। নামেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে রেলগাড়ির সাথে একটা সম্পর্ক আছে বুঝি এখানকার। তবে সেটা যে কতটা অভিনব তা হয়তো আপনি ধারণাও করতে পারবেন না। এই রেস্তরাঁর বিশেষত্ব এর খাবার পরিবেশনে(New way of serving)। এখানে কোনও ওয়েটার খাবার পরিবেশন করে না। প্রতিটি টেবিলে একটি নির্দিষ্ট স্টেশনের নাম লেখা রয়েছে। সেই স্টেশনে ট্রেন এসে থামে আর টেবিলের মানুষজন তাঁদের পছন্দের অর্ডার পেয়ে যান। ফের রান্নাঘর (Kitchen)থেকে খাবার বোঝাই টয় ট্রেনটি। করোনা পরবর্তী পরিস্থিতিতে রেস্তরাঁয় মানুষের ভিড় বাড়াতে এই অভিনব উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট রেস্তরাঁটি। পাশাপাশি শারীরিক দূরত্বও বজায় রাখা যায় স্বাস্থ্যবিধিকে (Covid guideline)মান্যতা দিয়ে।

‘ট্রেনিয়ান এক্সপ্রেস’ (Trainian Express) বেশ সাড়া ফেলেছে ইতিমধ্যেই। এখানে রান্নাঘর থেকে প্রতিটি টেবিলে অবিকল রেললাইনের মতোই ট্র্যাক পাতা আছে। সবুজ ঘাসের মধ্যে দিয়ে এই রেললাইনের মাধ্যমে রান্নাঘরের সঙ্গে সংযোগ থাকে টেবিলগুলির। রেললাইনের পাশে নুড়ি পাথরও ছড়িয়ে রাখা হয়েছে যা বেশ মানানসই। প্রতিটি টেবিলের নাম সুরাটের বিভিন্ন জায়গার নামে রাখা হয়েছে। আসল ট্রেনের মতোই একটি ইঞ্জিন রয়েছে এই টয় ট্রেনগুলিতেও। একেকটি বগিতে একেক রকম পদ পরিবেশন করা হয়।

বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

ঠিক কেমন লাগছে এই অভিনবত্ব? রেস্তোরাঁয় আসা লোকজন বেশ খুশি।করোনা পরবর্তী কালে এই ব্যবস্থা খুবই উপযোগী বলে মনে করেছেন অধিকাংশ ক্রেতাই। একসাথে লোভনীয় খাবারের টান সাথে আবার মন ভালো করা কিছু স্মৃতি তৈরি করতে এই রেস্তরাঁ পছন্দ অনেকেরই।

Related articles

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...
Exit mobile version