Thursday, August 21, 2025

ভারত (India) আরও একবার রাশিয়ার (Russia) থেকে তেল কেনার প্রশ্নে আমেরিকার (America) বিরোধিতাকে অগ্রাহ্য করল। একথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের এক শীর্ষ সূত্র। মঙ্গলবার ওয়াশিংটনে ভারত-আমেরিকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দেন, ভারত রাশিয়া থেকে একমাসে যে পরিমাণ তেল কেনে, ইউরোপ এক বিকেলেই রাশিয়া থেকে সেই পরিমান তেল কেনে।

আরও পড়ুন: বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

এদিনের বৈঠকে আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতকে (India) রাশিয়া (Russia) থেকে তেল না কেনার আর্জি জানান। ব্লিঙ্কেন বলেন, ‘বিভিন্ন দেশের অবস্থান আলাদা, তাদের চাহিদা ও প্রয়োজনেও তারতম্য রয়েছে। তবে এসব বিবেচনার পরেও আমরা বন্ধু ও সহযোগীদের কাছে আবেদন জানাবো রাশিয়া থেকে জ্বালানি কেনা কমিয়ে দিতে।’ জবাবে এস জয়শঙ্কর (S Jayshankar) বলেন, “আপনারা যদি রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি দেখেন তবে আমার পরামর্শ ইউরোপের (Europe) দিকে নজর দিন। আমরা নিঃসন্দেহে রাশিয়ার থেকে তেল কিনি আমাদের দেশের চাহিদা মেটাতে। তবে যাবতীয় পরিসংখ্যান দেখে আমার সন্দেহ আমরা গোটা মাসে রাশিয়ার থেকে যে পরিমান তেল কিনি, তা ইউরোপের একটি বিকেলের ক্রয়ের তুলনায় কম।” মন্ত্রী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।




Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version