Tuesday, November 4, 2025

ভারত (India) আরও একবার রাশিয়ার (Russia) থেকে তেল কেনার প্রশ্নে আমেরিকার (America) বিরোধিতাকে অগ্রাহ্য করল। একথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রকের এক শীর্ষ সূত্র। মঙ্গলবার ওয়াশিংটনে ভারত-আমেরিকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়ে দেন, ভারত রাশিয়া থেকে একমাসে যে পরিমাণ তেল কেনে, ইউরোপ এক বিকেলেই রাশিয়া থেকে সেই পরিমান তেল কেনে।

আরও পড়ুন: বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হেলিনার সফল লক্ষ্যভেদ

এদিনের বৈঠকে আমেরিকার সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতকে (India) রাশিয়া (Russia) থেকে তেল না কেনার আর্জি জানান। ব্লিঙ্কেন বলেন, ‘বিভিন্ন দেশের অবস্থান আলাদা, তাদের চাহিদা ও প্রয়োজনেও তারতম্য রয়েছে। তবে এসব বিবেচনার পরেও আমরা বন্ধু ও সহযোগীদের কাছে আবেদন জানাবো রাশিয়া থেকে জ্বালানি কেনা কমিয়ে দিতে।’ জবাবে এস জয়শঙ্কর (S Jayshankar) বলেন, “আপনারা যদি রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টি দেখেন তবে আমার পরামর্শ ইউরোপের (Europe) দিকে নজর দিন। আমরা নিঃসন্দেহে রাশিয়ার থেকে তেল কিনি আমাদের দেশের চাহিদা মেটাতে। তবে যাবতীয় পরিসংখ্যান দেখে আমার সন্দেহ আমরা গোটা মাসে রাশিয়ার থেকে যে পরিমান তেল কিনি, তা ইউরোপের একটি বিকেলের ক্রয়ের তুলনায় কম।” মন্ত্রী পর্যায়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।




Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version