একাধিক শারিরীক সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার থেকে আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। মঙ্গলবার আবার অনুব্রত মণ্ডলের শরীরে ধরা পড়েছে নয়া উপসর্গ। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের তৃণমূল সভাপতির ফুসফুসের রিপোর্টেও সন্তুষ্ট হতে পারছেন না চিকিৎসক মহল। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতিকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।

আরও পড়ুন- রাজ্যপালের অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র সমালোচনা অধ্যক্ষের
