Saturday, May 3, 2025

Pakistan : দায়িত্ব নিয়েই সরকারি কর্মীদের কাজের সময় বাড়িয়ে দিলেন নতুন পাক প্রধানমন্ত্রী

Date:

দায়িত্ব নিয়েই টলোমলো পাকিস্তানের হাল শক্ত হাতে ধরতে চাইছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সরকারি দফতরে কাজের সময় বাড়িয়ে দিলেন। সেইসঙ্গে ছুটি একদিন কমিয়ে দিলেন। ইমরান খানের আমলে সকাল ১০ টায় অফিস শুরু হত। এবার থেকে কাজের সময় শুরু হবে সকাল ৮ টায়।  আর এতদিন ছুটি থাকত শনি-রবি। এবার থেকে শুধুই রবিবার দিন ছুটি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ আর্থিকভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত এই  দেশটাকে কী আদৌ টেনে তুলতে পারবেন?  এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি প্রবল চর্চা শুরু হয়েছে তাঁর ব্যক্তিজীবন নিয়েও।

সত্তরোর্ধ্ব  শাহবাজ পাঁচবার বিয়ে করেছেন। ৬ টি সন্তান। ২ ছেলে ও চারটি মেয়ে। বর্তমানে দুই স্ত্রী  সঙ্গে থাকেন, নুসরত ও তেহমিনা দুরানি। বিচ্ছেদ হয়েছে আলিয়া হানি, নিলোফার খোসা ও কুলসুম হায়ের সঙ্গে।শাহবাজের বড় ছেলে হামজা শাহবাজ পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতা। ছোট ছেলে সুলেমান পারিবারিক ব্যবসা সামলান। সুলেমান অবশ্য ইংল্যান্ডের বাসিন্দা। শাহবাজের নামে একাধিক দুর্নীতি, আর্থিক তছরুপের মামলা চলছে। বেশ কয়েকবার জেলবন্দিও হতে হয়েছে তাঁকে। শাহবাজের ছোট ছেলে সুলেমানের নামেও রয়েছে একাধিক প্রতারণা ও তছরুপের মামলা। শাহবাজের সঙ্গে আবার ভারতের নিবিড় যোগসূত্র রয়েছে। তাঁর বাবাও মা দুজনেই ভারতের।  তাঁর বাবা কাশ্মীরের  অনন্তনাগের এবং মা পুলওয়ামায় থাকতেন। দেশভাগের পর লাহোর চলে যায় পরিবারটি।

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version