Friday, August 22, 2025

Pakistan : দায়িত্ব নিয়েই সরকারি কর্মীদের কাজের সময় বাড়িয়ে দিলেন নতুন পাক প্রধানমন্ত্রী

Date:

দায়িত্ব নিয়েই টলোমলো পাকিস্তানের হাল শক্ত হাতে ধরতে চাইছেন নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। সরকারি দফতরে কাজের সময় বাড়িয়ে দিলেন। সেইসঙ্গে ছুটি একদিন কমিয়ে দিলেন। ইমরান খানের আমলে সকাল ১০ টায় অফিস শুরু হত। এবার থেকে কাজের সময় শুরু হবে সকাল ৮ টায়।  আর এতদিন ছুটি থাকত শনি-রবি। এবার থেকে শুধুই রবিবার দিন ছুটি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ আর্থিকভাবে বিধ্বস্ত-বিপর্যস্ত এই  দেশটাকে কী আদৌ টেনে তুলতে পারবেন?  এ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তেমনি প্রবল চর্চা শুরু হয়েছে তাঁর ব্যক্তিজীবন নিয়েও।

সত্তরোর্ধ্ব  শাহবাজ পাঁচবার বিয়ে করেছেন। ৬ টি সন্তান। ২ ছেলে ও চারটি মেয়ে। বর্তমানে দুই স্ত্রী  সঙ্গে থাকেন, নুসরত ও তেহমিনা দুরানি। বিচ্ছেদ হয়েছে আলিয়া হানি, নিলোফার খোসা ও কুলসুম হায়ের সঙ্গে।শাহবাজের বড় ছেলে হামজা শাহবাজ পঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতা। ছোট ছেলে সুলেমান পারিবারিক ব্যবসা সামলান। সুলেমান অবশ্য ইংল্যান্ডের বাসিন্দা। শাহবাজের নামে একাধিক দুর্নীতি, আর্থিক তছরুপের মামলা চলছে। বেশ কয়েকবার জেলবন্দিও হতে হয়েছে তাঁকে। শাহবাজের ছোট ছেলে সুলেমানের নামেও রয়েছে একাধিক প্রতারণা ও তছরুপের মামলা। শাহবাজের সঙ্গে আবার ভারতের নিবিড় যোগসূত্র রয়েছে। তাঁর বাবাও মা দুজনেই ভারতের।  তাঁর বাবা কাশ্মীরের  অনন্তনাগের এবং মা পুলওয়ামায় থাকতেন। দেশভাগের পর লাহোর চলে যায় পরিবারটি।

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version