Saturday, December 6, 2025

মুসলিমদের শান্তিতে বাস করতে দিন, BJP-কে চাপে ফেলে মন্তব্য ইয়েদুরাপ্পার

Date:

Share post:

সম্প্রতি কর্নাটকের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনায় নিন্দা করে ইয়েদুরাপ্পা বলেছেন দয়া করে মুসলিমদের শান্তিতে থাকতে দিন। ইয়েদুরাপ্পার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক ও নেতা। বিষয়টি নিয়ে পদ্ম শিবিরে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে।

সম্প্রতি কর্নাটকের মুসলিম সম্প্রদায়ের উপর একের পর এক বিধিনিষেধ জারি করেছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্য সরকারের এই খামখেয়ালি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এবার বিরোধীদের সুরেই সুর মেলালেন ইয়েদুরাপ্পা। বরং আরও একধাপ এগিয়ে এই প্রবীণ বিজেপি নেতা বলেছেন, রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে যা করা হচ্ছে সেটা ঠিক না। গণতান্ত্রিক দেশে এ ধরনের আচরণ কখনওই সমর্থন যোগ্য নয়। মুসলিমরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সরকারের উচিত সে বিষয়টি নিশ্চিত করা। কয়েকদিন আগে কর্নাটকের ধারওয়াড়ে একটি মন্দিরের বাইরে একজন মুসলিম ফল বিক্রেতার গাড়ি ভাঙচুর করে হিন্দু সংগঠনের সদস্যরা। ওই ঘটনায় নিন্দা করেছেন ইয়েদুরাপ্পা। একই সঙ্গে তিনি হিন্দু সংগঠনগুলিকে এ ধরনের ঘৃণ্য কাজ না করার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপি বাসবরাজ বোম্বাইকে কর্নাটকে মুখ্যমন্ত্রী করেছে। রাজনৈতিক মহল মনে করছে বিজেপির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ইয়েদুরাপ্পা। সে কারণেই তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এমন একটি বিষয় নিয়ে মুখ খুলেছেন যা দলকে চরম অস্বস্তিতে ফেলেছে।

আরও পড়ুন- আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, অবস্থানে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...