গরমে নাজেহাল রাজ্যবাসী। দেশের একাধিক জায়গায় বইছে তাপপ্রবাহ। এর মধ্যে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু স্বাভাবিক সময়ই ঢুকবে দেশে।

ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্টের (IMD) কর্তারা জানিয়েছে, ভারতের উত্তরাঞ্চল, মধ্য ভারত, হিমালয়ের পাদদেশে এবং উত্তর-পশ্চিম ভারতের কিছু কিছু জায়গায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। উত্তর-পূর্ব ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন-শীঘ্রই চালু হবে স্কাইওয়াক: রাজ্যবাসীর মঙ্গলকামনায় কালীঘাটে পুজো মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, চৈত্রের শেষ দিনে দক্ষিণবঙ্গে কালবৈশাখী। বৃহস্পতিবার রাজ্যের একাধিক জেলার ওপর দিয়ে প্রবল কালবৈশাখী বয়ে গিয়েছে। বীরভূম, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদের একাংশ হয়েছে ঝড়। সঙ্গে শিলাবৃষ্টি। তবে কলকাতা ও লাগোয়া জেলায় এখনো খেলা শুরু হয়নি।