Sunday, August 24, 2025

মিশন ২৪: প্রশান্ত কিশোরকে কংগ্রেসে যোগ দেওয়ার আবেদন হাত শিবিরের

Date:

ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে কংগ্রেস(Congress) ও প্রশান্ত কিশোরের(Prashant Kishor)! সাম্প্রতিক পরিস্থিতিকে নজরে রেখে অন্তত এমনটাই দাবি করছে রাজনৈতিক মহল। ভোট কিশোরী প্রশান্ত কিশোরকে এবার সরাসরি দলে যোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে কংগ্রেস শিবিরের তরফে। শুধু তাই নয়, শনিবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে ২০২৪-এর নির্বাচনী লড়াইকে মাথায় রেখে বিস্তারিত আলোচনা হয় পিকে ও কংগ্রেস নেতৃত্বের মধ্যে। সূত্রের খবর, এই বৈঠকে প্রশান্ত কিশোরকে প্রস্তাব দেওয়া হয় পরামর্শদাতার পরিবর্তে তিনি যেন সরাসরি কংগ্রেসের হয়ে কাজ করেন। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই দিনের বৈঠকে কংগ্রেসের সমস্যাগুলি দূরীকরণের জন্য প্রেজেন্টেশন পেশ করেন ভোট কুশলী।

জানা গিয়েছে, ২৪-এর নির্বাচনে কংগ্রেসের কর্মপন্থা কি হবে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয় প্রশান্ত কিশোরের তরফে। শুধু তাই নয়, তার পরামর্শ দলের সমস্ত স্তরে সঠিক ভাবে পালিত হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে একটি সমিতিও গঠন করে দেওয়া হয়। এবং সেই সকল পরামর্শ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে তারও পরিকল্পনা করবে এই সমিতি। কংগ্রেসের বরিষ্ঠ নেতা কেসি বেনুগোপাল গোপাল, প্রশান্ত কিশোর, কংগ্রেস অধ্যক্ষ সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর এই তথ্য প্রকাশ্যে এনেছেন। কংগ্রেসের বেহাল পরিস্থিতি কাটিয়ে সুদিন ফেরাতে গান্ধী পরিবারের তরফে প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা শুরু হয়। আর সেই লক্ষ্যেই এদিন দীর্ঘ বৈঠক হয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

আরও পড়ুন:দুই কেন্দ্রেই ফুটল জোড়া ফুল, আসানসোলে রেকর্ড গড়ল তৃণমূল

যদিও এর আগে মতানৈক্যের জেরে কংগ্রেস ও প্রশান্ত কিশোরের মধ্যে সমস্ত রকম আলোচনা বাতিল হয়েছিল। তারপর একের পর এক রাজ্যে কংগ্রেসের চূড়ান্ত ব্যর্থতায় সংগঠনকে নতুন করে গড়ে তুলতে নতুন করে ভাবনাচিন্তা শুরু করে দল। এরপরই কংগ্রেস দ্বারস্থ হয় প্রশান্ত কিশোরের কাছে। সেখানেই এবার ২৪-এর নির্বাচনকে মাথায় রেখে ব্লুপ্রিন্ট তৈরি ও সংগঠনকে মজবুত করার লক্ষ্যে মাঠে নামলো ভোট কুশলী প্রশান্ত কিশোর।

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version