সৌমিত্র খাঁয়ের পর এবার দলের রাজ্য নেতৃত্বকে তোপ দাগলেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। একের পর এক পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি (BJP) নেতার। আজই বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বিজেপি রাজ্য কমিটির সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। শুধু তিনি নন, রাজ্য কর্মসমিতির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন বানী গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর চৌধুরী। ঠিক এরপরই বিস্ফোরক অনুপম। তাঁর কথায়, “কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত!”


তিন বিজেপি (BJP) নেতার ইস্তফা পত্রের নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন অনুপম হাজরা (Anupam Hazra)। তিনি লেখেন, “কেন এতগুলো ইস্তফা একসঙ্গে, সেটা রাজ্য বিজেপির খুব গুরুত্ব সহকারে বিচার-বিশ্লেষণ করা উচিত !!!
আমি যতদূর জানি গৌরীশংকর বাবু একজন ভালো সংগঠক !!! যাদেরকে এতদিন গুরুত্ব দেয়া হলো তারা সব দল ছেড়ে চলে গেছে, আর যারা এতদিন মাটি কামড়ে পড়ে ছিলো, তারা ইস্তফা দিচ্ছেন !!!
আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার মতো, যারা বঙ্গ-বিজেপির অসময়ে —–
…”মানে যখন পশ্চিমবঙ্গে মানুষ বিজেপিতে যোগ দিতে ভয় পেত অর্থাৎ বঙ্গ-বিজেপির সুসময়ে যোগ দেওয়া রাজিব-সব্যসাচী এবং কিছু অভিনেতা-অভিনেত্রীদের মত জামাই আদর খাওয়া মানুষদের বিজেপিতে আসার অনেক আগে”….
—— বিজেপিতে যোগদান করে, রাস্তায় নেমে যথেষ্ট পরিমাণে আন্দোলনও করেছিলো যখন অন্যদের মাঠে নেমে আন্দোলন করতে দেখা যেত না, তৃণমূলের কাছ থেকে যথেষ্ট পরিমাণে পুলিশ কেসও খেয়েছে আর এখন প্রতিনিয়ত “দাদা মাঠে নামুন, আপনাদের আর আন্দোলনে দেখা যায় না কেন? শুধু সোশ্যাল মিডিয়াতে লেকচার দিলে হবে ??” – এই ধরনের
প্রশ্নের সম্মুখীন হন…
….কিন্তু তবুও রাজ্য বিজেপি থেকে দূরে, দিল্লিতে বা অন্য রাজ্যে পার্টির কাজ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে !!!
….আসল রহস্যটা কি ???!!!”

ইস্তফা প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, ‘আমরা পদত্যাগ পত্র নিয়ে আলোচনা করছি। খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে দলের মতামত আমরা জানিয়ে দেব।’
